পুরানো তোশক দিয়ে শিল্পকর্ম
১৩ আগস্ট ২০২০৩৩ বছর বয়সি ফরাসি স্ট্রিট আর্টিস্ট লর-কা'র স্টুডিও প্যারিসের এক শহরতলিতে অবস্থিত৷ ‘ইট মি' সিরিজের ইনস্টলেশনগুলো মানুষের ফেলে দেয়া তোশক দিয়ে তৈরি৷ তিনি বলেন, ‘‘সব জায়গায় পুরানো তোশক পড়ে থাকতে দেখা যায়৷ এটা আমার কাছে একধরণের আবেশে পরিণত হয়েছে৷ তাই আমি এগুলো দিয়ে কিছু একটা করতে চেয়েছি৷''
প্যারিসের সরবন ইউনিভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশোনা করেছেন লর-কা৷ সেই সময় তিনি আবর্জনার প্রতি আকৃষ্ট হন৷ ভোগবাদ ও সবকিছু ফেলে দেয়ার যে সমাজ গড়ে উঠেছে, সেটাই তার কাজের থিম৷ লর-কা বলেন, ‘‘এসব ইনস্টলেশন মানুষকে আকৃষ্ট করে, কারণ দেখতে লোভনীয় মনে হয়৷ তাই হঠাৎ করে পুরানো তোশকও দেখার বিষয় হয়ে ওঠে, যা আগে মানুষ খেয়াল করতো না৷ এই বিষয়টিই আমার ভালো লাগে: মানুষ তা-ই দেখে, যা আগে দেখতে চাইত না৷''
প্যারিসের সব জায়গায় তার শিল্পকর্ম দেখা যায়৷ আর্ট গ্যালারির কথা তিনি ভাবেননি৷ তিনি বলেন, ‘‘আমি একাই সব করতে পারি৷ শুধু একটা টুলবক্স নিয়ে নিজ হাতে বড় বড় সব ইনস্টলেশন করতে পারি৷ রাস্তায় এটা করা যায় বলে আমার ভালো লাগে৷ ঘরের মধ্যে করাটা আমার কাছে ঠিক মনে হয় না৷ কারণ সেখানে মানুষের প্রতিক্রিয়া এখানকার মতো হয় না৷ প্রয়োজনীয় উপকরণ খুঁজে পাওয়া যায় বলে আমি শহরের কম ভাড়ায় থাকা মানুষদের এলাকায় আসি৷ এখানকার বাসিন্দাদের আর্ট দেখার সুযোগ হয় না৷''
নতুন এক আইডিয়া দিয়ে মানুষকে আকৃষ্ট করার আশা করছেন লর-কা৷ বিজ্ঞাপনের এক পোস্টার দিয়ে একটি ইনস্টলেশন বানানোর জন্য তিনি এমন কিছু খুঁজছেন, যার জন্য একসময় পোস্টারটি বানানো হয়েছিল৷ শহরের পুবের এক জায়গায় সেসব জিনিসের দেখা পেলেন তিনি৷
মাঝেমধ্যে নিজের কাজ দেখে নিজেই অবাক হন লর-কা৷ মানুষজনও নানারকম প্রতিক্রিয়া দেখায়৷
লর-কা'র ইনস্টলেশনগুলো যেহেতু সরকারি জায়গায় থাকে, তাই এগুলো পাবলিক প্রোপার্টি হিসেবে বিবেচিত হতে পারে, এবং যে-কোনো সময় সরিয়ে ফেলার সম্ভাবনা থাকে৷ তিনি বলেন, ‘‘একটা ইনস্টলেশন কতদিন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে সেটা নয়; বরং আমার আগ্রহ হচ্ছে, আমি সেটা বানানো শেষ করতে পারছি কিনা, মানুষ কী বলছে, সেসব জানা৷''
তবে ছবি তুলে সেগুলো চিরদিনের জন্য ধরে রাখেন লর-কা৷
কাটিয়া লিয়ার্শ/জেডএইচ