পুরভোটের জমজমাট প্রচার
১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। তার আগে শেষবেলার প্রচারে নেমে পড়েছে বিজেপি থেকে তৃণমূল, বাম থেকে কংগ্রেস সকলেই।
প্রচারে মুখ্যমন্ত্রী
পুরভোটের প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার রাজপথে পুরপ্রার্থীদের নিয়ে বিশাল সমাবেশ করেছেন তিনি।
মশারি প্রতিবাদ
৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়েছেন মশারি গায়ে দিয়ে। এই অঞ্চলে এ বছর ভয়াবহ ডেঙ্গু হয়েছিল। কলকাতা পুরসভা ডেঙ্গি রোধে ব্যর্থ, এ কথা বোঝাতেই তার এই অভিনব প্রচার।
রোদ বারান্দায়
শীতের রোদ পিঠে নিয়ে ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ। এলাকার উন্নয়নের কথা বলছেন।
ভাইপোর রোড শো
তৃণমূলের নেতা এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরপ্রার্থীদের জন্য রোড শো করেছেন। বর্ণাঢ্য সেই রোড শোয়ে তৃণমূলের অন্য নেতারাও ছিলেন।
রাস্তায় তরুণ বাম
৪১ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে ৪৮ নম্বর ওয়ার্ডের বামপ্রার্থী অন্বেষা দাস। একসঙ্গে প্রচারে বেরিয়েছেন দুই তরুণ তুর্কি।
প্রচারে শুভেন্দু
পুরভোটে বিভিন্ন জায়গায় প্রচার করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সদর দফতরে একের পর এক সাংবাদিক বৈঠক করছেন তিনি। সঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
অমর সিংয়ের প্রচার
কংগ্রেস নেতা অমর সিং বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাচ্ছেন।
সঙ্গে ববি
তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অনিন্দ্য রাউত প্রচারে বেরিয়েছেন সাবেক মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে। রাজ্য রাজনীতির ময়দানে ফিরহাদ ববি নামেই সুপরিচিত।
বামেদের বিধানসভা অঙ্ক
বিধানসভার মতো পুরভোটেও নতুন নেতৃত্ব তৈরি করতে চাইছে বামেরা। একদল তরুণ মুখ এবারেও প্রার্থী হয়েছে। ছাত্র এবং যুব সংগঠন প্রচারের দায়িত্বে।