পুণের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ৪৮ গাড়ি ক্ষতিগ্রস্ত
২১ নভেম্বর ২০২২পুণে-বেঙ্গালুরু হাইওয়েতে রোববার রাতে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তেলবোঝাই একটি ট্যাঙ্কার। আচমকাই তার ব্রেক ফেল হয়। ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির উপর উপর গিয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারানোয় ট্যাঙ্কারটি থেকে বেশ খানিকটা তেল রাস্তার উপর পড়ে যায়। তাতে পিছলে আরো কয়েকটি গাড়ি একটা আরেকটার উপর উঠে যায়। সব মিলিয়ে ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা ৩৮ জন আহত হন। তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বেঙ্গালুরু পুলিশ এবং পুরপ্রশাসন। আহতদের ঘটনাস্থল থেকে তারাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। রাস্তায় পড়ে থাকা তেল পরিষ্কার করার কাজও শুরু হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার অভিঘাত আরো ভয়ংকর হতে পারতো। যেভাবে ট্যাঙ্কারটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারায়, তাতে তা উল্টে নীচেও পড়ে যেতে পারতো।
এসজি/জিএইচ (পিটিআই)