1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিনকে হত্যার পরিকল্পনাকারীর স্ত্রী নিহত

১ নভেম্বর ২০১৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে হত্যা চেষ্টার দায়ে চেচেন সেনা আদম ওসমায়েভকে খুঁজছিল মস্কো৷ ইউক্রেনে ওসমায়েভের উপর হামলায় তার স্ত্রী নিহত হয়েছে৷

https://p.dw.com/p/2mqIK
আমিনা অকুয়েভা
আমিনা অকুয়েভাছবি: Reuters

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার জানান, আদম ওসমায়েভ ও তাঁর স্ত্রী আমিনা অকুয়েভা হামলার সময় তাঁদের গাড়িতে ছিলেন৷ গাড়িটি ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি রেলক্রসিংয়ের কাছে ছিল৷ ক্রসিংয়ের পাশে থাকা ঝোপ থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এতে ওসমায়েভের স্ত্রী আমিনা অকুয়েভা প্রাণ হারান৷ আর ওসমায়েভ আহত হন৷ ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমিনার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ আমিনা ইউক্রেনের নাগরিক ছিলেন৷

Ukraine Hlevakha  Attentat Amina Okuyeva
হামলাস্থলছবি: Reuters/V. Ogirenko

২০১২ সালে একটি বোমা হামলা চালিয়ে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন ওসমায়েভ৷ ঐ ঘটনায় ইউক্রেনের কারাগারে প্রায় আড়াই বছর বন্দি ছিলেন ওসমায়েভ৷ তবে তার বিচার করতে তাকে ইউক্রেন থেকে বিতাড়নের দাবি জানিয়ে আসছিল মস্কো৷

ওসমায়েভ ও আমিনা ইউক্রেনে বেশ পরিচিত৷ তারা দুজনেই পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেনের সরকারি বাহিনীর পাশাপাশি লড়েছেন৷

এর আগে, জুন মাসেও ওসমায়েভকে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ তবে সেই সময় স্ত্রী আমিনা উলটো বন্দুকধারীর দিকে গুলি চালিয়েছিলেন৷

এদিকে, গত বৃহস্পতিবার কিয়েভে এক বোমা হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তিন জন৷ এর মধ্যে একজন ইউক্রেনের সাংসদ ইহোর মোসিয়েচুক৷ আমিনা মোসিয়েচুকের উপদেষ্টা হিসেবে কাজ করতেন৷

বোমা হামলার জন্য মোসিয়েচুক রাশিয়াকে দায়ী করেছেন৷ ইউক্রেনের পুলিশও জানিয়েছে, তারা বোমা হামলার সঙ্গে মস্কোর যোগসূত্র থাকার বিষয়টিও তদন্ত করে দেখছেন৷ তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)