পুটিন-এর্দোয়ান: মাঠে শত্রু, মঞ্চে বন্ধু
২৮ আগস্ট ২০১৯ইডলিবের পরিস্থিতি শান্ত করতে গত সেপ্টেম্বরে একটি চুক্তি করেছিল রাশিয়া ও তুরস্ক৷ এর প্রায় চার মাস পর আল-কায়েদার সাবেক এক সদস্যের নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী ইডলিবে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ায়৷ এছাড়া আরও কয়েকটি জিহাদি গোষ্ঠী ইডলিবে সক্রিয় রয়েছে৷
এই অবস্থায় ইডলিবের নিয়ন্ত্রণ ফিরে পেতে এপ্রিলের শেষ থেকে অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী৷ এতে সহায়তা করছে রাশিয়া৷ এই অভিযানে এখন পর্যন্ত ৯২০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷ এছাড়া প্রায় চার লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷
ইডলিবে অভিযান চালানোয় সিরিয়ার সরকারের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার নামে সাধারণ নাগরিক হত্যা গ্রহণযোগ্য নয়৷'' রাশিয়া সফরে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন এর্দোয়ান৷
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকের সময় এর্দোয়ান বলেন, ইডলিবে তুর্কি সৈন্যরা ‘বিপদে আছেন'৷
এদিকে, পুটিন জানিয়েছেন, ইডলিবের পরিস্থিতি ‘স্বাভাবিক' করতে ‘যৌথ উদ্যোগ' নিতে তিনি ও এর্দোয়ান সম্মত হয়েছেন৷ এ সম্পর্কে কেউ আর বিস্তারিত জানাননি৷
ইডলিবে রাশিয়া ও তুরস্কের স্বার্থ সাংঘর্ষিক হলেও তুর্কি প্রেসিডেন্টের মস্কো সফরে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করেছেন পুটিন ও এর্দোয়ান৷ তাই তাঁরা একে অপরকে ‘প্রিয় বন্ধু' বলে সম্বোধন করেছেন৷ এছাডা পুটিন রাস্তার পাশের এক দোকান থেকে আইসক্রিম কিনে এর্দোয়ানকে খাইয়েছেন৷
এই সফরে রাশিয়ার এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন এর্দোয়ান৷ এর আগে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ নামে একটি মিসাইল সিস্টেম কিনেছে ন্যাটো সদস্য তুরস্ক৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এপি, এএফপি, ইন্টারফ্যাক্স)