পায়ে গুলিবিদ্ধ ইমরান খান
৪ নভেম্বর ২০২২বৃহস্পতিবার ওয়াজিরাবাদে দলীয় কর্মসূচীতে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাক লক্ষ্য করে একজন বন্দুকধারী গুলি চালান বলে জানা গেছে৷
তার দলের একজন মুখপাত্র আসাদ উমর জানিয়েছেন, ইমরান খানের পায়ে আঘাত লাগলেও তা গুরুতর নয়৷ আগাম নির্বাচনের দাবিতে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে গাড়িবহর নিয়ে তিনি রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন৷ এই ঘটনায় তার তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকদের কেউ কেউ আহত হয়েছেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷
বন্দুকধারীকে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি৷ এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি৷
তবে ইমরান খানের দলের নেতা রাউফ হাসান দাবি করেন, ইমরান খানকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছিল৷
হামলার পর ইমরান খানকে কন্টেইনার ট্রাক থেকে অন্য গাড়িতে নিয়ে যাওয়া হয়৷ এসময় তার পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়৷
এফএস/কেএম