1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্টি রাখেননি বাইডেন

৪ নভেম্বর ২০২০

ফলাফলের দিন কী করবেন জো বাইডেন? কী তাঁর পরিকল্পনা?

https://p.dw.com/p/3kq4H
ছবি: Kevin Lamarque/REUTERS

চল্লিশ বছর ধরে এই দিনটির দিকে তাকিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদি জিততে পারেন, তা হলে স্বপ্ন পূরণ হবে। আগামী চার বছর হোয়াইট হাউসে থাকবেন তিনি। সমীক্ষাগুলিতে তিনি এগিয়ে ছিলেন। প্রাথমিক ফলেও তিনি সামান্য এগিয়ে। তা সত্ত্বেও বাইডেন এ দিন কোনো পর্টি রাখেননি। সমর্থকদের সামনে বড়সড় ভাষণ দেয়ার পরিকল্পনা পর্যন্ত এখনো নেই। বরং তিনি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েই চলছেন।

ভোটের দিন তিনি পেনসিলভানিয়াতে ছিলেন। পরে তিনি নিজের জন্মস্থান ঘুরে ফিলাডেলফিয়াতে যেতে পারেন। দিনের শেষে তিনি তাঁর প্রতিক্রিয়া জানাতে পারেন। তবে ফলাফল যদি ঝুলে থাকে তাহলে তিনি হয়তো অপেক্ষা করবেন। যদি তিনি জেতেন, তা হলে প্রথম ভাষণেই প্রেসিডেন্ট হিসাবে কী করতে চান, ট্রাম্প জমানার কোন কোন নীতির বদল করবেন, সেটা জানাবেন বাইডেন। তবে তাঁর দলের নেতারা জানাচ্ছেন, ট্রাম্প কী করবেন তার দিকে নজর রয়েছে বাইডেনের। তাঁর প্রতিক্রিয়া অনেকটা নির্ভর করবে ট্রাম্প কী করেন তার উপর।

জিএইচ/এসজি(এপি, নিউ ইয়র্ক টাইমস)