পান খেয়ে মাথা দিয়ে ধোঁয়া ছাড়েন রব্বানী
১ ফেব্রুয়ারি ২০২৩শীতের সময় কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর মাথায় ধোঁয়া ওঠা ‘অস্বাভাবিক' কিছু নয় বলে মনে করেন নাটোরের সিভিল সার্জন রোজী আরা খাতুন৷ ডা. রোজী আরা খাতুন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা গোলাম রব্বানীকে ডেকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷ দেখা গেছে তার প্রেশার ও কোলেস্টেরল হাই৷ তবে কোনো শারীরিক সমস্যার কারণে ধোঁয়া বের হচ্ছে না৷
শীতকালে কেউ যদি হাঁ কর করে তাহলেই ধোঁয়া বের হয় জানিয়ে ডা. রোজী বলেন, "উনার মাথায় ধোঁয়াটা শুধু শীতকালেই বের হয়, অন্য সময় বের হয় না৷ কাঁচা সুপারি খাওয়ায় উনার মেটাবলিজমটা হয়তো একটু বেশি হচ্ছে, যে কারণে একটু ধোঁয়া বের হতেই পারে৷ এটা স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু না৷”
ধোঁয়া ওঠার ব্যাপারটা ব্যক্তি বিশেষে কমবেশ হয় জানিয়ে তিনি বলেন, "গোলাম রব্বানীর মাথায় ধোঁয়া উঠার চিত্রটা দৃশ্যমান, অন্যদেরটা দেখা যাচ্ছে না৷”
সোমবার রাতে বাগাতিপাড়ার যোগীপুর বাজারে একটি পানের দোকানে গিয়ে অনেক লোকের ভিড় চোখে পড়ে৷ ভিড় ঠেলে এগোতেই দোকানের বেঞ্চে ঘর্মাক্ত অবস্থায় টুপি পরে বসে পান চিবাচ্ছিলেন গোলাম রব্বানী৷
বাজারে উপস্থিত যোগীপাড়ার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রব্বানি যখন যোগীপাড়া বাজারে এসে কাঁচা সুপারি দিয়ে পান খান, তখন প্রচণ্ড ঘামেন; আর মাথা দিয়ে ধোঁয়া বের হয়৷
কেউ কেউ বলেন, ওইদিন শীত একটু কম থাকায় ধোঁয়া কম উঠছিল৷ আগের দিন শীত বেশি ছিল বলে বেশি ধোঁয়া বের হয়েছিল৷
এ বিষয়ে জানতে চাইলে ওই পান দোকানদার ও এলাকাবাসী স্মার্ট ফোন থেকে রোববারের (২৯ জানুয়ারি) কয়েকটি ভিডিও বের করে দেখান, সেখানে দেখা যায় অনেক মানুষের সামনে কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর রব্বানির মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে৷
যোগীপাড়া বাজারের পান দোকানদার মো. আশরাফুল ইসলাম বলেন, "রব্বানী সম্পর্কে আমার মামাতো ভাই৷ আমার পাশের গ্রামেই বাড়ি৷ আজ থেকে ছয়-সাত বছর আগে উনি প্রথম আমার দোকানে পান খাওয়ার পর দেখি উনার মাথা দিয়ে ব্যাপক ধোঁয়া বের হচ্ছে৷
"এ বিষয়ে তার ব্যবসায়িক পার্টনারদের কাছে জানতে চাইলে তারা বলেন, ভয়ের কারণ নেই, শীতের দিনে পান খেলে এই অবস্থা হয়৷ শীত কম থাকলে ‘হালকা ধোঁয়া' বের হয়৷”
তার দোকানের বয়স ১৪ থেক ১৫ বছর জানিয়ে আশরাফুল বলেন, "উনি আমার নিয়মিত কাস্টমার৷ শীত আসলে আমি একই অবস্থা দেখি৷ উনি ময়মসলা দিয়ে পান খান৷ ধনিয়া, যাওন, কালোজিরা ছাড়া উনি জর্দা খান না৷ শীতের দিনে উনার বেশি পান কিনে খেতে হয় না৷ এলাকার লোকজন মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখতে ৫-৬টা পান উনাকে কিনে খাওয়ান৷”
এ ব্যাপারে গোলাম বব্বানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীত থাকলে একটা পান খাওয়ার পরেই মাথায় ধোঁয়া ওঠে৷ তিনি ১৪ থেকে ১৫ বছর ধরে পান খান৷ চার থেকে পাঁচ বছর ধরে তার মাথায় ধোঁয়া ওঠে৷ সাদা পান বা মশলা পান যেটাই খান ধোঁয়া ওঠে, জর্দা লাগে না৷
"আজকে শীত নাই তাই বের হয়নি, শীত থাকলে ধোঁয়া বের হয়৷ গরমে শরীর শুধু ঘামে কিন্তু ধোঁয়া ওঠে না৷ কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার জন্য আমার শারীরিক কোনো সমস্যা হয় না৷ মাথাটা একটু গরম হয়, তাই মাথার চুলগুলো সব উঠে গেছে৷”
পান স্বাদ লাগে, ভালো লাগে বলে খান; ধোঁয়া তোলার জন্য না, বলেন তিনি৷ প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ টা পান লাগে উল্লেখ করে তিনি বলেন, শীতের দিনে অনেকেই ধোঁয়া দেখার জন্য ফ্রি পান খাওয়ান, তাছাড়া তিনি টাকা দিয়েও পান কিনে খান৷ প্রতিদিন একরকম ধোঁয়া বের হয় না জানিয়ে তিনি বলেন, "একদিন একটু বেশি হয়, একদিন একটু কম হয়৷ কাঁচা সুপারি দিয়ে পান খেলে শরীরটা হিট হয়৷ আমার বাড়িতে দেড়শ থেকেই দুইশ সুপারি গাছ আছে৷ আমি সারাবছর কাঁচা সুপারি দিয়ে পান খাই৷ এখন পর্যন্ত আমার শারীরিক সমস্যা হয়নি, তাই কোনো ডাক্তারের কাছে যাইনি৷”
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)