1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলায় অনেক হতাহত

৩০ জানুয়ারি ২০২৩

পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইনস মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে অন্তত ১৫০ জন৷

https://p.dw.com/p/4MrIf
জোহরের নামাজ পড়ার সময় প্রথমের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী৷ লেডি রিডিং হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷
হতাহতদের মধ্যে অনেক পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষছবি: Muhammad Sajjad/AP Photo/picture alliance

হতাহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ৷ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, জোহরের নামাজ পড়ার সময় প্রথমের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী৷ লেডি রিডিং হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷

হাসপাতালের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি৷

হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদানের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷

প্রদেশের স্বাস্থ্য বিভাগ পেশোয়ারে ‘মেডিকেল এমার্জেন্সি' জারি করেছে৷

বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙ্গে পড়েছে৷ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন৷

এপিবি/কেএম (জিও নিউজ)