1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম রেকর্ড বাড়লো

১৬ ফেব্রুয়ারি ২০২৩

আবার পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ালো শাহবাজ শরীফ সরকার। মিনি বাজেট পাস করার পর দাম বাড়ানো হলো।

https://p.dw.com/p/4NXz7
ছবি: Hussain Ali/Pacific Press/picture alliance

এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বেড়ে হলো ২৭২ রুপি। ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা।

অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়াতে হলো।

কিন্তু আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চাইছে পাকিস্তান। তাদের শর্তই হলো জ্বালানির দাম বাড়াতে হবে।

শুধু পেট্রোল-ডিজেল-কেরোসিনই নয়, গ্যাসের দামও বাড়ানো হয়েছে। জিও টিভি জানাচ্ছে,  বৃহস্পতিবার সরকার জানিয়েছে, রান্নার গ্যাস ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মাসুল ১১২ শতাংশ বাড়ানো হলো।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তের ফলে তা আরো বাড়বে। তার উপর বাণিজ্যিক ব্যাংকগুলি এখনো ভোজ্য তেল আমদানি করার জন্য লেটার অফ ক্রেডিট(এলসি) দিচ্ছে না।  এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে।

বুধবার মিনি বাজেটে ভোজ্য তেল, বিস্কিট, জ্যাম, জেলি, টকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্য়াপটপ, ইলেকট্রনিক জিনিস সহ একগুচ্ছ জিনিসের উপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে এই সব জিনিসের দাম বাড়বে।

তার উপর পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ানোয় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে।

(এপি, এএফপি, ডন, জিও টিভি)