পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাস কর্মী
১৫ জুন ২০২০চীনের সঙ্গে লাগাতার শব্দযুদ্ধ চলছে ভারতের। তারই মধ্যে নেপালের সঙ্গে সম্পর্কে তিক্ততা বেড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে উত্তাপ বাড়তে শুরু করল ভারতের। অভিযোগ, সোমবার সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন। কোনও কোনও মহলের অভিযোগ, এই ঘটনার পিছনে আইএসআই এর হাত আছে। তবে সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
উত্তেজনার সূত্রপাত রোববার। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের দুই কর্মীকে ডিপোর্ট করে ভারত। তাঁদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। কোনও রকম সময় না দিয়েই ওই দুই অফিসারকে ডিপোর্ট করা হয়। এরপরেই ঘটে সোমবারের ঘটনা। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ভারতীয় ওই দুই কর্মী নিখোঁজ হয়ে যান। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। গোটা বিষয়টি পাকিস্তান সরকারকে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। পাকিস্তানকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
ভারতের অভিযোগ, এর আগেও বার বার আইএসআই ভারতীয় দূতাবাস কর্মীদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। এক কর্মীর গাড়িকে ধাওয়া করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। কিন্তু এ ভাবে দূতাবাসের কর্মী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছতে পারে বলেও কূটনৈতিক মহলের একাংশের ধারণা।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)