পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ
৩১ মে ২০১৯১০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৩ ওভার ৪ বলে ১০৮ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ পরিণতিতে ২১৮ বল বাকি রেখে ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শুরু করেন ক্রিস গেইল আর নিকোলাস পুরানরা৷
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ৷ তৃতীয় ওভারে গিয়ে উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের৷ দ্বিতীয় উইকেটে বাবর আজম আর ফখর জামান পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৮ রানের জুটি গড়লেও টিকতে পারেননি বেশিক্ষণ৷ এরপর ক্যারিবীয়দের পেস আক্রমণের মুখে একে একে বিদায় নিতে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের৷
ইনিংস শেষে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোরও ছিল জামান আর আজমের নামের পাশে৷ দুজনই করেছেন ২২ রান করে৷
৫ ওভার ৪ বল বোলিং করে ৪ উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ওশেন টমাস৷ আর মিডিয়াম ফাস্ট বোলার জেসন হোল্ডার নিয়েছেন ৩ উইকেট৷
১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ক্রিস গেইল৷ ৩৪ বলে ৩ ছক্কা আর ৬ চারে ঠিক ৫০ রান করেই আউট হন এই হার্ড-হিটিং ব্যাটসম্যান৷
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন নিকোলাস পুরান৷ এই রান তুলতে তিনি খরচ করেন ১৯ বল৷ ছক্কা মেরে তিনিই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে৷
পাকিস্তানি বোলারদের মধ্যে শুধু মোহাম্মদ আমিরই সফল৷ ২৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি৷
চার উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় সর্বনাশ করায় ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ওশেন টমাস৷
এমবি/এসিবি