1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাগাতার অবরোধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ ডিসেম্বর ২০১৩

দুই দিনের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির পর, বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দল এবার সর্বাত্মক লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে৷ এই অবরোধ হবে ইংরেজি নববর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারি থেকে৷

https://p.dw.com/p/1Aisi
Bangladesch Ausschreitungen 29. Dez. 2013
বিরোধী দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ চলাকালে সুপ্রিম কোর্টে মোটরসাইকেল পোড়ায় আওয়ামী লীগ সমর্থকরাছবি: Reuters

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সোমবার রাতে তাঁর বসুন্ধরার বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো মূল্যে ৫ই জানুয়ারির একদলীয় নির্বাচন প্রতিহত করা হবে৷ গণতন্ত্রকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই বলে তিনি জানান৷ তিনি বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে৷ নেতা-কর্মীদের ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে৷ দেশ থেকে গণতন্ত্র মুছে দেয়ার সব ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে৷ কিন্তু দেশের মানুষ তা মানবে না৷ এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে, গণতন্ত্রকে মুক্ত করা হবে৷ তাই তিনি ১লা জানুয়ারি থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে দেশবাসীকে তা পালনের আহ্বান জানান৷
একই সঙ্গে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে৷ গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বাধা এবং খালেদা জিয়াকে বাড়ির বাইরে বের হতে না দেয়ার প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি৷

খালেদা জিয়ার আরেক উপদেষ্টা আহমেদ আজম খান ডয়চে ভেলেকে জানান, গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি ঘোষণার পর থেকেই খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে৷ তিনি অভিযোগ করেন, রবি ও সোমবার খালেদা জিয়া কর্মসূচিতে যোগ দিতে বাসার বাইরে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ শুধু তাই নয়, যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁদেরও গ্রেপ্তার করা হচ্ছে৷ এমনকি, যাঁরা আন্দোলনের কর্মসূচি ঘেষণা করছেন তাঁদেরও একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে৷ সরকার বিএনপির প্রায় সব নেতাকে এরই মধ্যে জেলে পাঠিয়েছে৷ তবে তিনি জানান, এসব করে খালেদা জিয়ার মনোবল ভাঙতে পারেনি সরকার৷ তিনি যে কোনো অবস্থায় নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷ আহমেদ আজম খান বলেন, দুই দিনের ‘মার্চ ফর ডেমোক্রেসি' শেষ হওয়ার পর তারা এখন নির্বাচনের তফশিল বাতিল না হওয়া পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন৷

খালেদার বাসায় ব্রিটিশ হাই কমিশনার

সোমবার সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন খালেদা জিয়ার গুলশানের বাসায় যান৷ এর কিছুক্ষণ পরই সেখানে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ৷ প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চলে যান ব্রিটিশ হাই কমিশনার৷ তবে বের হওয়ার সময় তিনি বৈঠক নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি৷ ব্রিটিশ হাই কমিশনার খালেদা জিয়ার বাসায় যাওয়ার আগে বালুর বস্তা ও ট্রাক সরিয়ে দিয়ে তাঁকে ঢোকার জয়াগা করে দেয় পুলিশ৷

রাত ৮টার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর পরই বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে আটক করে পুলিশ৷ খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ খালেদার বাসা থেকে বের হওয়ার পর পরিস্থিতি বুঝতে পেরে আবার ভিতরে ঢুকে পড়েন৷ গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কায় তাঁরা ভেতরেই অবস্থান করছেন৷ পুলিশ শমসের মুবিনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য