1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গেও কি বিহার মডেল?

১১ এপ্রিল ২০২১

পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক হিসাবই বদলে যেতে পারে। বিহারের মতো বহু আসনে খুব কম ভোটে জিততে পারেন প্রার্থীরা।

https://p.dw.com/p/3rkrn
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ছবি: Prabhakarmani Tewari/DW

অধিকাংশ বিশেষজ্ঞের ধারণা ছিল, সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে বিজেপি বিরোধী মহাজোট জয়লাভ করবে। বাস্তবে তা হয়নি। অত্যন্ত কম ব্যবধানে জয়ী হয়েছে জেডিইউ এবং বিজেপির জোট। পশ্চিমবঙ্গের ভোট বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, এখানেও একই ঘটনা ঘটবে। বহু আসনে অত্যন্ত কম ব্যবধানে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। উল্টে জেতে পারে যাবতীয় ভোট পূর্বের হিসাবনিকাশ।

২৪৩ আসনের বিহার বিধানসভায় বহু আসনে হাজারেরও কম ভোটে প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। পশ্চিমবঙ্গেও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোট বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তীর মতে, ''প্রথম তিন দফার নির্বাচনে যা দেখা গেছে, তাতে স্পষ্ট অনেক হিসেব এদিক ওদিক হবে। যুযুধান প্রার্থীদের মধ্যে যে ভাবে লড়াই হচ্ছে, তাতে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়াবে, তা অনেক জায়গাতেই বোঝা যাচ্ছে না। খুব কম মার্জিনে এবার অনেক আসন বের হবে।'' বিশ্বনাথবাবু মনে করছেন, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ফলাফল ঘোষণার দিন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রবীণ সাংবাদিক মিলন দত্তের বক্তব্য, এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মূল কারণ বাম-কংগ্রেস-আইএসএফজোট। বিভিন্ন জায়গায় জোট প্রার্থীরা এমন ভাবে ভোট কাটবে যে, সমীকরণ বদলে যাবে। মিলনের কথায়, ''সহজ আসন বলে কিছু নেই বললেই চলে। জোট এমন ভাবে ভোট কাটবে যে, যার জেতার কথা তিনি হারবেন, আবার যার হারার কথা তিনি জিতে যাবেন।'' মিলনের ধারণা, জোটের ফলাফলও এবার অপ্রত্যাশিত হবে। বিশেষজ্ঞদের অনুমান ভুল প্রমাণ করে, জোট এবার অনেক বেশি আসন পাবে।

রাজনৈতিক বিশ্লেষক ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায় অবশ্য মিলন বা বিশ্বনাথের সঙ্গে সহমত নন। তাঁর মতে, খুব বেশি হলে ৫০টি আসনে কম ব্যবধানের লড়াই হবে। বাকি আসনে পাঁচ হাজারের বেশি ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। জোটকে খুব বড় ফ্যাক্টর বলে মনে করছেন না ত্রিদিবেশ। বিশ্বনাথ জোটকে গুরুত্ব দিলেও তারা খুব বেশি আসন পাবে বলে মনে করছেন না।

পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন শুরু হয়েছে। এখনো পর্যন্ত চার দফা ভোট হয়েছে। মোট ২৯৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রায় সকলেই মনে করছেন, এবারের ভোট গত বেশ কয়েক দশকের ভোটের চেয়ে চারিত্রিক ভাবে আলাদা। ফলে ফলাফলেও তার প্রভাব পড়তে পারে।

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি৷