1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে ওষুধের তীব্র সংকট

১৬ মে ২০২০

লকডাউনের গোড়া থেকে ওষুধের আকাল পশ্চিমবঙ্গে৷ লম্বা লাইন দেখা যাচ্ছে এখনো৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক জীবনদায়ী ওষুধ সহজলভ্য নয়৷

https://p.dw.com/p/3cJuP
ছবি: DW/P. Samanta

করোনা সংক্রমণের কারণে লকডাউন চলতে থাকায় সব শিল্পেই তার প্রভাব পড়েছে৷ ওষুধের ক্ষেত্রেও যে সংকট তৈরি হয়েছিল, তা এখনো পুরো কাটেনি৷ ওষুধ উৎপাদন থেকে সরবরাহ এবং শেষে ক্রেতার হাতে পৌঁছানো, কোনো পর্যায়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি৷ লকডাউন কার্যকর হওয়ার পর সব খুচরো দোকান ও স্টকিস্ট বা মজুতকারীদের কাছে পর্যাপ্ত ওষুধ ছিল৷ কিন্তু, ওষুধ পাওয়া যাবে না, এই আশঙ্কায় বেশি পরিমাণে কিনতে শুরু করে সাধারণ মানুষ৷ ওষুধের দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়৷ অনেকেই প্রয়োজনের থেকে বেশি ওষুধ কিনতে থাকায় কৃত্রিম অভাব তৈরি হয়৷ খুচরো দোকানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো ঘরে ঘরে প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যায়৷ এর ফলে ওষুধের আকাল তৈরি হয়৷

লকডাউন কার্যকর হওয়ায় কলকাতার ওষুধের সবচেয়ে বড় বাজার বাগরি মার্কেটের মেহতা বিল্ডিং-এ তালা পড়ে৷ শহরের সব খুচরো দোকানের ৮০ শতাংশের চাহিদা পূরণ করে এই বাজার৷ এই পরিস্থিতিতে গাড়ি চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হয়৷ ফলে খুচরো দোকানে ওষুধের জন্য ক্রেতার লাইন লম্বা হতে থাকে, কিন্তু ডিস্ট্রিবিউটার-দের কাছ থেকে ওষুধের সরবরাহে বাধা তৈরি হয়৷ এর ফলে ওষুধের যে সংকট তৈরি হয় তা এখনো পুরোপুরি কাটেনি৷ পরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয় গাড়িচালকদের৷ ওষুধের গাড়ি চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়৷ বাগরিতে কিছু দোকান খুলেছে বটে, তা সত্ত্বেও সর্বত্র ওষুধ এখনো সহজলভ্য নয়৷

সঞ্জয় সাহা

ক্যান্সার থেকে ভাইরাস সংক্রমণ, বিভিন্ন রোগের ওষুধ পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে৷ কলকাতার এয়ারপোর্ট এলাকার বাসিন্দা নূপুর সরকারের প্রয়োজন আরটাপেনাম ইঞ্জেকশন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘চিকিৎসক তিন সপ্তাহ ইঞ্জেকশন নিতে বলেছেন৷ কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ২-৩টির বেশি পাচ্ছি না৷ ফলে যে কোনো দিন ইঞ্জেকশন বন্ধ হয়ে যেতে পারে৷’’

করোনা সুরক্ষা বিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে৷ এর ফলে বিভিন্ন শিল্পের উৎপাদন মাসখানেক বন্ধই ছিল৷ কোথাও উৎপাদন শুরু হয়েছে, কোথাও এখনো বন্ধ৷ হিমাচল প্রদেশে ওষুধ তৈরির অনেক কারখানায় উৎপাদন থমকে গিয়েছিল৷ এর ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হয়নি৷ একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চপদস্থ কর্মী সঞ্জয় সাহা বলেন, ‘‘বহু কারখানা চালানো সম্ভব হয়নি গোড়ায়৷ এখন উৎপাদন শুরু হয়েছে৷ তবে ৩০-৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে৷ একটা বড় সংস্থার সঙ্গে ২০ হাজারের মতো মানুষ যুক্ত৷ এই শিল্পও যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷’’

ক্যানসার, পার্কিনসন্স, স্ত্রী রোগ, থ্যালাসেমিয়া, কিডনি ও হৃদরোগের ক্ষেত্রে যেসব ওষুধ জীবনদায়ী, তার জোগান চাহিদার তুলনায় কম৷ সোয়াইন ফ্লু-র ওষুধ ট্যামি ফ্লু, কালাজ্বরের মিলটেফোসিন তো বটেই, হেপারিন, অ্যাসপিরিন, র‍্যানিটিডিন গ্রুপের ওষুধ অমিল অনেক জায়গায়৷ এমনকী ঘরে ঘরে প্রয়োজনীয় ভিটামিন সি বা ইনসুলিন-এর রিফিল ইঞ্জেকশন চাইলেই পাওয়া যাচ্ছে না৷ বারাসতের বৃদ্ধা অমিতা নন্দী বলেন, ইনসুলিন বন্ধ করতে একেবারেই নিষেধ করেছেন চিকিৎসক৷ কিন্তু, এলাকার দোকানে পাচ্ছি না৷ খোঁজ নিয়ে দেখেছি, ডিস্ট্রিবিউটার-দের কাছেও নেই৷ বেশি দাম দিতে চাইলেও লাভ হচ্ছে না৷ ফলে ওষুধ না নিয়েই চলতে হচ্ছে৷ এ বিষয়ে সার্ভিস ডক্টর্স ফোরাম-এর পক্ষে ডা. স্বপন বিশ্বাস ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোভিডের দিকে আমরা সব নজর কেন্দ্রীভূত করেছি৷ এর ফলে নন-কোভিড রোগের ক্ষেত্রে একটু ঢিলেমি এসেছে৷ সে কারণে ওষুধের সরবরাহে ঘাটতি হয়েছে৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে৷ তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি৷''

এখন অনেকেই অনলাইন মার্চেন্টের কাছ থেকে ওষুধ কেনেন৷ তাদের কাছে ওষুধের চাহিদা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে৷ কিন্তু, যে মূল কেন্দ্রে ওষুধ প্যাকিং করা হয়, সেখানে কর্মীরা আসতে পারছেন না৷ এর ফলে যেখানে একদিনে ওষুধ বাড়িতে পৌঁছে যেতো, সেখানে পাঁচদিন পর্যন্ত সময় লাগছে৷ প্রশাসনের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে, সুরক্ষা বিধি অনুযায়ী গ্লাভস, মাস্ক পরে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছেন অনলাইন সংস্থার কর্মীরা৷ যদিও ইনসুলিনের মতো অনেক ওষুধের অর্ডার দিতে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে অনলাইন স্টোর-এ এসে হতাশ হচ্ছে সাধারণ মানুষ৷

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য