পলের জন্য স্প্যানিশ সম্মান
২৩ জুলাই ২০১০আসলে সময়টা এখন পলেরই৷ জীবনের শুরুটা যাই হোক না কেন, শেষটা সব দিক দিয়েই ভরিয়ে দিচ্ছে পলকে৷
জার্মানির সাতটি খেলার ফলাফল আগাম বলে দিয়ে এবারের বিশ্বকাপে ঝড় তোলে পল৷ শেষে ফাইনালে স্পেনের বিজয়ের খবর দিয়ে তো সে রীতিমতো হিরো৷ তাই আবাস জার্মানিতে হলেও স্প্যানিশদের কাছে ‘বীরের' মর্যাদাই পাচ্ছে পল৷ ফুটবল দুনিয়ায় কুলীন হিসেবে বিবেচিত হলেও এতদিন ধরে অধরা বিশ্বকাপ এবার ধরা দিয়েছে আলফ্রেদো দি স্তেফানোর দেশের কাছে৷ এই খুশিতে স্প্যানিশরা কৃতজ্ঞ পলের কাছেও৷ আর তার প্রকাশও ঘটছে৷
ও কারবাইনো, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর৷ সেই শহরটি সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে পলকে৷ আর এই জন্য পলকে স্পেন যেতে হয়নি৷ ওই শহরের মেয়র কার্লোস মন্তেস নিজেই এসেছেন জার্মানির ওবারহাউজেন শহরে৷ জার্সির সঙ্গে নিজের একটি প্রতিকৃতিও পেয়েছে পল৷ আর পুরো অনুষ্ঠানটিই হয়েছে ওবারহাউসেনের সী লাইফ অ্যাকুরিয়ামে৷ যেখানে বসেই নিজের কৃতিত্ব জাহির করে পল৷
বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির হারের খবর বলে নিজ দেশে অনেকের বিরাগভাজন হয়েছিলো পল৷ তখন অবশ্য এগিয়ে এসেছিলো স্প্যানিশরা৷ এমনকি পলকে ‘রাজনৈতিক আশ্রয়' দেওয়ার কথাও বলেছিলেন স্পেনের হর্তা-কর্তারা৷ অনেক স্প্যানিশই চায় পলকে তাদের দেশে নিয়ে যেতে৷ তাদের আবেদন-নিবেদনে বাধ্য হয়ে সী লাইফ অ্যাকুয়ারিয়ামের কাছে প্রস্তাবও পাঠায় মাদ্রিদ জাদুঘর৷ তবে তা প্রত্যাখ্যাত হয়৷ সী লাইফ অ্যাকুরিয়াম জানিয়ে দেয়, পলকে বিক্রি করার কিংবা ভাড়া দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই৷
বিশ্বকাপ তো শেষ, ওই সময়ে না হয় ভবিষ্যদ্বাণী করে সময় পার করছিলো, এখন কী করবে পল? অলস সময় কাটাবে? না, তা হতে দিচ্ছে না সী লাইফ অ্যাকুরিয়াম৷ তার জন্য একটি কাজও ঠিক করেছে তারা৷ অক্টোপাস পল এখন কাজ করবে বিলুপ্তপ্রায় গ্রিক কচ্ছপের জন্য, সী লাইফের এজেন্ট হিসেবে৷ দেখা যাক, নতুন দায়িত্বে পল কতটা সফল হয়৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক