পরীমনির মামলায় তিন জনের বিচার শুরু
১৮ মে ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রতিবেদন অনুসারে, ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১ অগাস্ট দিন ঠিক করে দেন। এ মামলার তিন আসামি অভিযোগ গঠনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যয়বিচার চান।
নাসির বলেন, ‘‘পরীমনি বোট ক্লাবের সদস্য না হলেও অবৈধভাবে মদ্যপ অবস্থায় বোট ক্লাবে প্রবেশ করে এবং অশ্লীল কথাবার্তা বলে ঘটনার জন্ম দেয়। সেখানে আমার কোনো হাত ছিল না৷’’
আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এইচ ইমরুল কাউসার। পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তবে সন্তানসম্ভবা পরীমনি এদিন আদালতে উপস্থিত ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযুক্ত করে বিচার শুরুর সিদ্ধান্ত দেন। অভিযোগ গঠন হলেও আসামিদের জামিন বহাল রয়েছে।
এএস/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)
গত বছরের ছবিঘরটি দেখুন...