1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবার ও প্রতিবেশীর বর্ণনায় আনিস হত্যাকাণ্ড

২৩ ফেব্রুয়ারি ২০২২

আনিস খানের বাবা সালেম খান একটা কথাই বলছেন বারবার- গভীর রাতে উর্দি পরা পুলিশ এসে ছাদ থেকে ফেলে হত্যা করেছে তাঁর সন্তানকে৷ পুলিশের ওপর তাই কোনো আস্থা নেই তাঁর এবং পরিবারের৷

https://p.dw.com/p/47SJZ

সবার একটাই দাবি- সিবিআই তদন্ত চাই৷ এ কারণে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বিশেষ তদন্ত কমিটির (সিট)-সদস্যদের এখনো কোনো বয়ান দেননি৷ আমতায় আনিসের বাড়িতে ডিডাব্লিউ...