পরমাণু চুক্তি বাতিল হলে রাশিয়ার লাভ
২৩ অক্টোবর ২০১৮রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেছেন, পুরো বিশ্বের ওপর কর্তৃত্ব বজায় রাখতে ট্রাম্প প্রশাসন ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সরে এসেছে৷ মস্কো চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেনি বলেও দাবি করেছেন তিনি৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র বিস্তার রোধ ও নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক আন্দ্রেই বেলৌসভ জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিটিকে জানান যে,পরমাণু অস্ত্র নিয়ে ট্রাম্পপ্রশাসনের নতুন ভাবনা নিয়ে তারা ‘বিশেষভাবে শঙ্কিত'৷
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র স্বল্প পরিসরে পরমাণু অস্ত্র তৈরি করার যে নীতি গ্রহণ করেছে, তাতে এ অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে বাধা তা-ও ক্ষীণ হয়ে আসবে৷ এতে করে ‘সীমিত আকারের পরমাণু যুদ্ধের শঙ্কা' আবার তৈরি হবে৷
রাশিয়া পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়িয়ে যাচ্ছে, এ যুক্তিতে ট্রাম্প প্রশাসন তাদের এ ধরনের অস্ত্রের সক্ষমতা বৃদ্ধির যে তত্ত্ব তৈরি করেছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বেলৌসভ৷ তিনি বলেন, ‘‘রাশিয়ায় এখন পরমাণু অস্ত্রের সমাহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে আছে৷''
এদিকে, মস্কো থেকে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার সমর ও রাজনীতি বিশ্লেষক পাভেল ফেলগেনহাউয়ার একে এক ‘নতুন ঠান্ডা যুদ্ধ' বলে অভিহিত করেন৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে আসলে লাভ হবে রাশিয়ার৷
‘‘২০০৭ সালের অক্টোবরে পুটিন জনসমক্ষে বলেছিলেন যে, চুক্তিটি দ্বিপাক্ষিক না রেখে আন্তর্জাতিক না করা হলে রাশিয়া সরে যাবে চুক্তি থেকে৷ কারণ, যে ধরনের মিসাইলের কথা বলা আছে চুক্তিতে, তা রাশিয়া বা যুক্তরাষ্ট্র কারোরই নেই৷ কিন্তু চীনের আছে৷ চীনকে জড়িয়ে ঠিক সেই যুক্তিই এখন যুক্তরাষ্ট্র তুলে এনে চুক্তি থেকে সরে যাবার কথা বলছে,'' ডিডাব্লিউকে বলেন পাভেল৷
পাভেল আরো বলেন, ‘‘এই চুক্তি থেকে সরে গেলে অদূর ভবিষ্যতে লাভটা আসলে রাশিয়ারই৷ রাশিয়া এরই মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং বসিয়েছেও৷ আইএনএফ চুক্তি থেকে সরে গেলে সঙ্গে সঙ্গেই তারা এগুলো পরীক্ষা করতে নেমে পড়বে৷ তারা এরই মধ্যে সাবমেরিন, ফ্রিগেট এসবের মধ্যে এই ক্ষেপণাস্ত্র বসিয়েছে৷ কিন্তু চুক্তি উঠে গেলে বসাতে পারবে ট্রাকের মধ্যে, যা অনেক বেশি সাশ্রয়ী হবে এবং লুকিয়ে রাখা সহজ হবে৷''
‘‘যুক্তরাষ্ট্র যতদিনে এসব ক্ষেপণাস্ত্র আবার তৈরি করবে, ততদিনে কয়েক বছর পেরিয়ে যাবে৷ তাই আদতে লাভ হবে রাশিয়ারই,'' বলেন পাভেল৷
চীনের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্রই চুক্তিতে উল্লেখ করা মাঝারি পাল্লার৷ তাই তারা চুক্তিতে এলে ৯০ শতাংশ পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে, যা তারা কখনোই করবে না বলে মনে করেন এই রাশিয়ান বিশ্লেষক৷
এদিকে, চীনে রেনমিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শি ইংহোং ডয়চে ভেলেকে বলেন, আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এমন অস্ত্র তৈরির এক নতুন প্রতিযোগিতা তৈরি হবে৷
‘‘ যদি যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র স্টেশন তৈরি করে, যেমন গুয়ামে করতে পারে, তাহলে চীনও সেভাবেই তাদের পাল্টা ব্যবস্থা নেয়া শুরু করবে,'' ডিডাব্লিউকে বলেন শি৷
‘‘সব মিলিয়ে এই চুক্তি থেকে সরে যাওয়া মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়া,'' বলেন তিনি৷
জেডএ/এসিবি