পনেরো বছর পর ‘ঘরে ফিরলেন’ রবি উইলিয়ামস
১৬ জুলাই ২০১০পনেরো বছর আগে টেক দ্যাট ব্যান্ড ছেড়ে চলে গিয়েছিলেন তিনি৷ নামজাদা পপস্টার রবি উইলিয়ামস৷ কিন্তু আবার ফিরে এসেছেন সেই ব্যান্ডেই তিনি৷ ফের মিলেছেন টেক দ্যাটের সেই পুরানো দলের সকলে একসঙ্গে৷ পাঁচজনের সেই ভেঙে যাওয়া দল আবার জোড়া লেগেছে৷ একসঙ্গে গান গাওয়া, একসঙ্গে অ্যালবাম, অনুষ্ঠান৷ ‘যেন স্বপ্ন মনে হচ্ছে সবকিছু৷ মনে হচ্ছে বাস্তব নয় এই ঘটনা৷' বলছেন জনপ্রিয় টেক দ্যাট ব্যান্ডের নামজাদা গায়ক মার্ক ওয়েন৷ ‘আমরা পাঁচজন যে আবার একই ঘরে মিলতে পারব, গান গাইতে পারব একসঙ্গে, এই স্বপ্ন সত্যি হয়ে গেছে৷ এখনও বিশ্বাস হচ্ছে না৷ রবির সঙ্গে সময় কাটানোটা যে কতটা আনন্দের, বলে বোঝাতে পারব না৷' বলছেন ওয়েন৷
রবি নিজেও আনন্দিত৷ খুশি তো বটেই৷ নামজাদা পপস্টার রবি উইলিয়ামসের মতে, ‘বহু বছর পর আবার একসঙ্গে মিলতে পেরে মনে হচ্ছে যেন নিজের ঘরে ফিরেছি৷' রবি শুধু উচ্ছ্বসিতই নন, তিনি বলছেন, ‘আমি খুব লজ্জাও পাচ্ছি আর ভীষণ উত্তেজিত বোধ করছি একইসঙ্গে৷' রবির আসলে মনে পড়ে যাচ্ছে এই ব্যান্ডের সঙ্গে গায়ক হিসেবে যাত্রাশুরুর আর জনপ্রিয়তা পাওয়ার সেইসব প্রথম তারুণ্যের দিনগুলো৷
টেক দ্যাট ব্যান্ডের সেই পুরানোদিনের দলটার নতুন অ্যালবাম বাজারে আসবে আগামী নভেম্বরে৷ ব্যান্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, এই অ্যালবামে দলের পাঁচ গায়ক সকলেই গান লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েওছেন৷ শ্রোতারাও উত্তেজিত৷ নতুন এই অ্যালবামের চেহারা কেমন হবে তাই নিয়ে৷ অনেকেরই আশা, এই অ্যালবামের গানগুলো আবার হয়তো ফিরিয়ে আনবে নস্টালজিয়ার সোনালি মুহূর্ত৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : হোসাইন আব্দুল হাই