পদ্মা সেতুতে বসানো হল শেষ স্ল্যাব
২৩ আগস্ট ২০২১সেতুতে সোমবার সকাল ১০টার দিকে সর্বশেষ রোড স্ল্যাবটি বসানো হয় বলে সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান৷ তিনি বলেন, সেতুর মোট দুই হাজার ৯১৭টি স্ল্যাবের মধ্যে রোববার রাতে দুটি এবং সোমবার সকালে শেষটি বসানো হয়েছে৷ সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের স্প্যানে শেষ স্ল্যাবটি বসেছে৷ হিসেব অনুযায়ী জুলাই মাস পর্যন্ত, সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ ৷ আর মূল সেতুর কাজের ৯৪ দশমিক ২৫ শতাংশ শেষ হয়েছে ৷ সর্বশেষ সংশোধিত প্রকল্প অনুসারে, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা৷
পিচ ঢালাইয়ের কাজ অক্টোবরের শেষ দিকে শুরু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা৷ একাজে সময় লাগতে পারে তিন মাস৷ সড়ক বিভাজক ও পার্শ্ব দেয়াল তৈরির কাজ শুরু হয়েছে৷
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ শুরু হয় ৷ ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ উদ্বোধন করেন৷ দোতালা এই সেতুর ওপর দিয়ে চলবে সাধারণ যানবাহন, আর নীচ দিয়ে ট্রেন৷ পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে সরাসরি সড়কপথে ঢাকার সঙ্গে যুক্ত করছে৷
২০২২ সালের জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা করছে সরকার৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)