1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দূর করার পরামর্শ

২১ সেপ্টেম্বর ২০১১

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণ নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা নিরসনে দাতা সংস্থার সঙ্গে বসার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা৷ তাদের মতে দাতারা মুখ ফিরিয়ে নিলে সেতু নির্মাণ অনেক কঠিন হয়ে পড়বে৷

https://p.dw.com/p/12cvZ
Bangladesh, Bangladesch, Padma, River, Flüsse, Boot, Boat, nature Nature in Bangladesh' taken by our correspondent from Dhaka. He (Mr. Harun Ur Rashid Swapan) gives DW the right to use his pictures (photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use these)
পদ্মা নদীছবি: DW/Swapan

পদ্মা সেতু নির্মাণ সম্ভব হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে৷ কিন্তু দাতা সংস্থা এই সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তোলায় সেতু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ দুর্নীতির অভিযোগে মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়ক নির্মাণসহ সব ধরনের কাজের দরপত্র অনুমোদন আটকে দিয়েছে বিশ্বব্যাংক সহ কয়েকটি দাতাসংস্থা৷ আর একারণে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তবে পরিস্থিতি অনুকূলে আনাতে দাতা সংস্থার সঙ্গে দ্রুত বৈঠকে বসার তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক অর্থ উপদেষ্টা ড. মীর্জা আজিজুল ইসলামও মনে করেন দাতা সংস্থার মধ্যে আস্থার ভাব ফিরিয়ে আনার কোন বিকল্প নেই৷

Bangladesh Prime Minister Sheikh Hasina being received by UPA Chairperson Sonia Gandhi at her 10 Janpath residence in New Delhi Die Premierministerin von Bangladesh Sheikh Hasina wird von der Vorsitzenden der indischen Kongresspartei Sonia Gandhi in deren Wohnhaus in der indischen Hauptstadt Neu Delhi begrüßt
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: UNI

ড. আকবর আলি খান বলেন, যদি শেষ পর্যন্ত দাতাসংস্থাগুলো অর্থের যোগান না দেয় তাহলে বিকল্প উৎস থেকে অর্থ সংস্থান সম্ভব৷ কিন্তু তা হবে বেশ জটিল এবং কঠিন৷ তবে ড. আকবর আলি খান ও ড. মীর্জা আজিজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে সম্ভব না হলেও শেষ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে তারা আশাবাদী৷ তারা মনে করেন, সরকারকে এখন অনেক সতর্কতার সঙ্গে এগোতে হবে৷ সমস্যা সমাধান করতে গিয়ে নতুন কোন সমস্যা যাতে সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক