পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দূর করার পরামর্শ
২১ সেপ্টেম্বর ২০১১পদ্মা সেতু নির্মাণ সম্ভব হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে৷ কিন্তু দাতা সংস্থা এই সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তোলায় সেতু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ দুর্নীতির অভিযোগে মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়ক নির্মাণসহ সব ধরনের কাজের দরপত্র অনুমোদন আটকে দিয়েছে বিশ্বব্যাংক সহ কয়েকটি দাতাসংস্থা৷ আর একারণে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তবে পরিস্থিতি অনুকূলে আনাতে দাতা সংস্থার সঙ্গে দ্রুত বৈঠকে বসার তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক অর্থ উপদেষ্টা ড. মীর্জা আজিজুল ইসলামও মনে করেন দাতা সংস্থার মধ্যে আস্থার ভাব ফিরিয়ে আনার কোন বিকল্প নেই৷
ড. আকবর আলি খান বলেন, যদি শেষ পর্যন্ত দাতাসংস্থাগুলো অর্থের যোগান না দেয় তাহলে বিকল্প উৎস থেকে অর্থ সংস্থান সম্ভব৷ কিন্তু তা হবে বেশ জটিল এবং কঠিন৷ তবে ড. আকবর আলি খান ও ড. মীর্জা আজিজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে সম্ভব না হলেও শেষ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে তারা আশাবাদী৷ তারা মনে করেন, সরকারকে এখন অনেক সতর্কতার সঙ্গে এগোতে হবে৷ সমস্যা সমাধান করতে গিয়ে নতুন কোন সমস্যা যাতে সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক