1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরেছে জাইকা’ও

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০১৩

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা না নেয়ার কারণে অভিযোগের তদন্ত বন্ধ করলে তা হবে আত্মঘাতী৷ এতে দেশের মানুষ যেমন প্রশ্ন তোলার সুযোগ পাবে তেমনি সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়বে৷

https://p.dw.com/p/17XHh
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP

বিশ্বব্যাংকের পর পদ্মা সেতু থেকে অন্য দাতারাও একের পর এক সরে দাঁড়াচ্ছে৷ এডিবি'র পর জাইকা'ও সরে দাড়াল৷ জাইকার এই সেতু প্রকল্পে ৪০ কোটি ডলার দেয়ার কথা ছিল৷

Bangladesh, Bangladesch, Padma, River, Flüsse, Boot, Boat, nature Nature in Bangladesh' taken by our correspondent from Dhaka. He (Mr. Harun Ur Rashid Swapan) gives DW the right to use his pictures (photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use these)
বিশ্বব্যাংকের পর পদ্মা সেতু থেকে অন্য দাতারাও একের পর এক সরে দাঁড়াচ্ছেছবি: DW/Swapan

বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাংকের কাছে ১২০ কোটি ডলার ঋণ পুনর্বিবেচনার আবেদন প্রত্যাহারে চিঠিতে দুর্নীতির তদন্ত অব্যাহত রাখার কথা বলা হয়েছে৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশের এই প্রতিশ্রুতি যেন আসলেই কার্যকর হয়৷ তিনি মনে করেন ঋণ না নিলেও স্বচ্ছতার জন্য তদন্ত অব্যাহত রাখা প্রয়োজন৷ আর এই তদন্ত যেন নিরপেক্ষ হয়৷ কাউকে ছাড় দেয়ার মানসিকতায় দুদক তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে৷

তিনি মনে করেন, যদি এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সঠিকভাবে তদন্ত না হয়, আর অপরাধীরা ছাড়া পেয়ে যায়, তাহলে সরকার দেশে বিদেশে সমালোচনার মুখে পড়বে৷ শুধু বিশ্বব্যাংক নয়, অন্যান্য উন্নয়ন সহযোগিরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে৷

ড. ইফতেখারুজ্জামান বলেন, নিজেদের স্বচ্ছতা প্রমাণের একমাত্র উপায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত৷ বিশ্বব্যাংকের অর্থ না নিলে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে না৷ জাতীয় স্বার্থে এই অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করতেই হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য