সরেছে জাইকা’ও
৩ ফেব্রুয়ারি ২০১৩বিশ্বব্যাংকের পর পদ্মা সেতু থেকে অন্য দাতারাও একের পর এক সরে দাঁড়াচ্ছে৷ এডিবি'র পর জাইকা'ও সরে দাড়াল৷ জাইকার এই সেতু প্রকল্পে ৪০ কোটি ডলার দেয়ার কথা ছিল৷
বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাংকের কাছে ১২০ কোটি ডলার ঋণ পুনর্বিবেচনার আবেদন প্রত্যাহারে চিঠিতে দুর্নীতির তদন্ত অব্যাহত রাখার কথা বলা হয়েছে৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশের এই প্রতিশ্রুতি যেন আসলেই কার্যকর হয়৷ তিনি মনে করেন ঋণ না নিলেও স্বচ্ছতার জন্য তদন্ত অব্যাহত রাখা প্রয়োজন৷ আর এই তদন্ত যেন নিরপেক্ষ হয়৷ কাউকে ছাড় দেয়ার মানসিকতায় দুদক তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে৷
তিনি মনে করেন, যদি এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সঠিকভাবে তদন্ত না হয়, আর অপরাধীরা ছাড়া পেয়ে যায়, তাহলে সরকার দেশে বিদেশে সমালোচনার মুখে পড়বে৷ শুধু বিশ্বব্যাংক নয়, অন্যান্য উন্নয়ন সহযোগিরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে৷
ড. ইফতেখারুজ্জামান বলেন, নিজেদের স্বচ্ছতা প্রমাণের একমাত্র উপায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত৷ বিশ্বব্যাংকের অর্থ না নিলে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে না৷ জাতীয় স্বার্থে এই অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করতেই হবে৷