1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্জশির আক্রমণ তালেবানের, মৃত সাত

১ সেপ্টেম্বর ২০২১

কিছুদিন ধরে পঞ্জশির ঘিরে রেখেছিল তালেবান বাহিনী। এবার তারা আক্রমণ করলো। সংঘর্ষে সাতজন তালেবান মারা গেছেন।

https://p.dw.com/p/3zkiW
তালেবানের প্রথম আক্রমণ প্রতিহত করেছে মাসুদের নেতৃত্বাধীন জোট। ছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই পঞ্জশির দখলে আনার চেষ্টা করলো তালেবান। তবে তাদের প্রয়াস এখনো সফল হয়নি।  প্রবল সংঘর্ষ হয়েছে। আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জোটের দাবি, অন্ততপক্ষে সাতজন তালেবানের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত। মাসুদ-বাহিনীর অন্তত দুইজন আহত হয়েছেন।

তালেবান মুখপাত্র দাবি করেছেন, পঞ্জশিরের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। তালেবান পুরো এলাকা ঘিরে ফেলেছে। সেখানে সব ধরনের সরবরাহ বন্ধ। কিন্তু আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা লড়াই চালিয়ে যাবে। তাদের হারানো অত সহজ নয়। তারাই তালেবানের হাত থেকে আফগানিস্তানকে বাঁচাবেন।

মাসুদের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ফাহিম বলেছেন, উত্তর দিকের প্রবেশদ্বারে লড়াই হয়েছে। সেখানে তালেবান তাদের আক্রমণ করে। সাতজন তালেবান নিহত হন। তার দাবি, মাসুদ-বাহিনী তালেবান আক্রমণ প্রতিহত করেছে। তাদের তরফে দুই জনের আঘাত লেগেছে মাত্র।

তালেবান বিরোধী জোটের সদস্য ও সাবেক মন্ত্রী বিসমিল্লাহ জানিয়েছেন, তালেবান পঞ্জশির আক্রমণ করতে গেছিল এবং তাদের অন্তত সাতজন মারা গেছে। প্রথম লড়াইয়ে তালেবানের পরাজয় ঘটেছে। তার দাবি, প্রচুর ক্ষয়ক্ষতির পর তালেবান পিছু হঠতে বাধ্য হয়েছে।

Afghanistan, Panjshir  | Widerstand gegen die Taliban
পঞ্জশিরে তালেবান বিরোধী জোটের সদস্যরা। ছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

তবে এনিয়ে তালেবান মুখপাত্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আহমেদ মাসুদের সঙ্গে আছে স্থানীয় মিলিশিয়া, সাবেক আফগান সেনা এবং স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। তারা সংখ্যায় বেশ কয়েক হাজার। আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ এর আগে সোভিয়েত ও তালেবান বাহিনীর সঙ্গে লড়াই করেছেন এবং তাদের পঞ্জশিরে ঢুকতে দেননি।

আহমেদ মাসুদ আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর কথা বলেছিলেন। সেই সঙ্গে এও জানিয়েছিলেন যে, আক্রান্ত হলে তারা যোগ্য জবাব দেবেন। বাস্তবে সেটাই হলো। প্রথমবার তালেবান আক্রমণ সফল হয়নি বলে দাবি করছে মাসুদের নেতৃত্বাধীন জোট। তবে তালেবান সেখানে বিশাল বাহিনী পাঠিয়েছে। ফলে তারা আবার আক্রমণ করতে পারে। সেই সঙ্গে আলোচনার রাস্তাও খোলা রেখেছে জোট।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)