1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলিয়ন ডলারে মুক্ত পারিবা

২ জুলাই ২০১৪

ফ্রান্সের ব্যাংক ‘বিএনপি পারিবা’-র বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ লেনদেনের অভিযোগ এনেছিল৷ সুদান, কিউবা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা থাকার পরও অবশ্য আর্থিক লেনদেনে জড়িয়েছিল ফরাসি এই ব্যাংকটি৷

https://p.dw.com/p/1CTXj
BNP Paribas Bank in Paris
ছবি: picture-alliance/dpa

অবশেষে ব্যাংকটি দোষ স্বীকার করে অভিযোগ থেকে মুক্তি পেতে ৯ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে৷ এই মিটমাটের খবরে ইউরোপের শেয়ার বাজারগুলোতে মঙ্গলবার কিছুটা চাঙ্গা ভাব দেখা দিয়েছিল৷

এদিকে আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি-র একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে সেখানে বড় কোনো সিদ্ধান্ত না হওয়ারই কথা৷ তবে ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার এখনো ০ দশমিক ৫ শতাংশ থেকে যাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞরা৷

তাঁরা মনে করছেন, ধারাবাহিকভাবে মুদ্রাস্ফীতির হার এমন কম হওয়াটা ভালো কথা নয়৷ এতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে৷ অর্থনীতিবিদরা তাই যুক্তরাষ্ট্রের মতো ব্যবস্থা নিতে ইসিবি-র প্রতি আহ্বান জানিয়েছেন৷ এক্ষেত্রে ব্যাংকগুলো বন্ড বা অন্যান্য আর্থিক সম্পদ কিনতে পারে৷ ইসিবি-ও অবশ্য মুদ্রাস্ফীতির হার নিয়ে চিন্তিত৷ তবে এ ব্যাপারে এখনই বড় সিদ্ধান্ত নিতে চাইছে না ইসিবি৷

ক্যামেরনের পরাজয়

অবশেষে ইউরোপীয় কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন জঁ ক্লোদ ইয়ুংকার৷ কিন্তু ব্রিটেন তাঁকে চাইছিল না৷ তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একান্ত আগ্রহে ইয়ুংকার বিষয়ে শুক্রবার একটি ভোটের আয়োজন করা হয়েছিল৷ সেখানে ২৬-২ ভোটে হেরে যান ক্যামেরন৷ অর্থাৎ ইইউ সদস্যদের প্রায় সবাই ইয়ুংকারের ইউরোপীয় কমিশনের প্রধান হওয়ার পক্ষে ভোট দেয়৷

David Cameron
২৬-২ ভোটে হেরে যান ক্যামেরনছবি: AFP/Getty Images

ব্রিটেনের ইয়ুংকারের বিপক্ষে যাওয়ার কারণ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চায়৷ এমনকি ইইউ-তে থাকা, না থাকার বিষয়ে ব্রিটেনে ২০১৭ সালে একটি গণভোটও অনুষ্ঠিত হবে৷ এই পরিস্থিতিতে ব্রিটেনের মনে হয়েছিল যে, ইয়ুংকার সংস্কারের পক্ষের লোক নন৷ তাই শুরু থেকেই ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে ইয়ুংকারের নির্বাচনের তীব্র বিরোধিতা করেছে ব্রিটেন৷

অবশ্য শেষ রক্ষা করতে না পেরে এখন ক্যামেরন বলছেন যে, ব্রিটেন ইয়ুংকারের সঙ্গেই কাজ করবে৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য