1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে টহলদারি বাড়ছে!

১৭ এপ্রিল ২০১৪

‘‘আমরা বিভিন্ন সামরিক পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি’’, বলে ন্যাটোর মহাসচিব রাসমুসেন বুধবার আন্তঃ-অতলান্তিক জোটের ২৮ জন সদস্যের একটি বৈঠকের পর ঘোষণা করেন৷ ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনাটি পুনর্বিবেচনা করা হচ্ছে৷

https://p.dw.com/p/1Bjjc
Anders Fogh Rasmussen Nato Brüssel Verteidigungsminister
ছবি: Reuters

‘রিভিউড অ্যান্ড রিইনফোর্স্ড', মানে পুনর্বিবেচনাই শুধু নয়, পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা প্রণালী আরো জোরদার করা হচ্ছে৷ কোথায় নতুন করে সেনা নিয়োগ করা হচ্ছে এবং কি ধরনের সেনা, সে বিষয়ে রাসমুসেন কিছু বলতে অস্বীকার করেন৷ তবে তিনি এটুকু জানান যে, ন্যাটোর নতুন পরিকল্পনা অনুযায়ী বালটিক দেশগুলির উপর ন্যাটোর উড়াল বাড়বে৷ এছাড়া বালটিক সমুদ্রে ও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অতিরিক্ত জাহাজ পাঠানো হবে৷ এই সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়িত করা হবে এবং আগামীতে আরো এ'ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, বলে রাসমুসেন জানান৷

জেনেভায় বৃহস্পতিবার ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের আলাপ-আলোচনার উপর ন্যাটোর এই সিদ্ধান্তের কি প্রভাব পড়বে, রিপোর্টাররা তা জানতে চাইলে রাসমুসেন বলেন: ‘‘আমরা কিছু সামরিক পদক্ষেপ নিয়েছি, যা প্রতিপক্ষকে নিরস্ত করার জন্য প্রয়োজন বলে আমরা মনে করি৷'' যুগপৎ, ‘‘অগ্রসর হবার একমাত্র পন্থা হল রাজনৈতিক সমাধান, বলে আমরা মনে করি৷''

‘অন দ্য গ্রাউন্ড'

পূর্ব ইউরোপ থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে, তার সঙ্গে আন্তর্জাতিক কূটনীতির সম্পর্কটা কিছুটা ক্ষীণ, বলে মনে হতে পারে৷ দোনিয়েৎস্ক-এ ডজন-ডজন রাশিয়া-সমর্থক মুখোশধারী কালাশনিকভ হাতে পৌর ভবনটি দখল করেছে৷ পুলিশ তাঁদের কোনোরকম বাধা দেয়নি৷ দখলকারীরা ইউক্রেনীয় সংসদের কাছে থেকে স্থানীয় গণভোট সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানিয়েছে৷

নয়ত পূর্ব ইউক্রেনে ইউক্রেনীয় সৈন্য এবং রাশিয়া-সমর্থক জঙ্গিরা পারস্পরিকভাবে শক্তিমত্তা প্রদর্শন করে চলেছে৷ অন্তত দু'টি শহরের পথে সাঁজোয়া গাড়ি দেখা গেছে৷ মিলিটারি কামোফ্লেজ ইউনিফর্ম পরা মানুষের অভাব নেই৷ রুশ মিডিয়া থেকে বেশ কিছু ইউক্রেনীয় সৈন্যের দলত্যাগ করে রাশিয়া সমর্থকদের সাথে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে৷ অপরদিকে স্লাভিয়ানস্ক এবং ক্রামাটর্স্ক, উভয় শহরের উপর দিয়েই ইউক্রেনীয় জঙ্গিজেট ঘুরতে দেখা গেছে৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক মস্কোর বিরুদ্ধে একটি ‘‘নতুন বার্লিন প্রাকার'' সৃষ্টির প্রচেষ্টার অভিযোগ করেছেন৷

Patriot Raketen der Bundeswehr
বালটিক দেশগুলির উপর ন্যাটোর উড়াল বাড়বেছবি: Deutsche Bundeswehr/Getty Images

খেসারত দিতে হচ্ছে সকলকেই

ইউক্রেন সংক্রান্ত অনিশ্চয়তার ফলে রুশ অর্থনীতি এ বছরের প্রথম তিন মাসে একটা বড় রকমের হোঁচট খেয়েছে, অর্থাৎ অপ্রত্যাশিতরকম মন্থর হয়ে পড়েছে – যার মূল কারণ: বিনিয়োগকারীরা দেশ থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন৷ ২০১৪ সালের প্রথম কোয়ার্টারে রুশ অর্থনীতির প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক আট শতাংশ, বলে রুশ সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আলেক্সেই উলিউকায়েভ, যদিও তাঁর মন্ত্রণালয়ের ভবিষ্যদ্বাণী ছিল আড়াই শতাংশ৷

সব মিলিয়ে বৃহস্পতিবারের জেনেভা বৈঠক যদি কোনো যুগান্তকারী পরিবর্তন না আনতে পারে, তাহলে চার কোটি ৬০ লক্ষ মানুষের সুবৃহৎ দেশটির ঐতিহাসিক রুশ-ইউক্রেনীয় সাংস্কৃতিক বিভাজন অনুযায়ী খণ্ডিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য