নোবেলজয়ীর সঙ্গে পুটিনের বিতর্ক
১৪ অক্টোবর ২০২১নোবেল পুরস্কারের অর্থ নিলে কি তাকে রাশিয়ার আইন ফরেন এজেন্ট বলে ঘোষণা করবে? নোবেল শান্তি পুরস্কার জয়ী রাশিয়ার সাংবাদিক ডিমিট্রি মুরাটভ সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার যা-ই করুক, তিনি ওই অর্থ গ্রহণ করবেন।
নোবেলজয়ীর এই মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুধবার মস্কোয় এক অনুষ্ঠানে পুটিন বলেছেন, ''নোবেল পুরস্কারকে যদি ডিমিট্রি ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করেন, তাহলে তিনি ভুল করবেন।'' এখানেই থামেননি পুটিন। বলেছেন, নোবেলজয়ীকেও রাশিয়ার আইন মেনে চলতে হবে। নোবেলজয়ী কি তাকে ফরেন এজেন্ট বলার মতো কিছু করেছেন?
রাশিয়ার ফরেন এজেন্ট আইন নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। অভিযোগ, এই আইনের অপব্যবহার করে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। তাদের ফরেন এজেন্ট ঘোষণা করে কাজ কেড়ে নেওয়া হচ্ছে। বিদেশ থেকে ফান্ড এলেই ফরেন এজেন্টের অভিযোগ উঠছে। এই সবের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন সাংবাদিক। বস্তুত, তার নোবেলপুরস্কার খবরের কাগজের পাঁচ সাংবাদিককে উৎসর্গ করেছেন ডিমিট্রি। সকলেই নিহত হয়েছেন। ডিমিট্রি বলেছেন তিনি প্যাস্টারনক নন।, ১৯৫৮ সালে সাহিত্য নোবেল পেয়েছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেখক বরিস প্যাস্টারনক। কিন্তু সোভিয়েতের চাপে তিনি নোবেল ফেরত দিয়ে দিয়েছিলেন। ডিমিট্রি স্পষ্ট করে দিয়েছেন, রাষ্ট্রের চাপে নোবেল ফেরত দেওয়ার কাজ তিনি করবেন না।
এসজি/জিএইচ (এপি, ডিপিএ, ইন্টারফ্যাক্স)