নৈতিক কারণে বিজ্ঞাপন ফিরিয়ে দেয়া বলিউড তারকারা
বলিউডের কয়েকজন তারকা বিভিন্ন সময় নৈতিক কারণ দেখিয়ে বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের ফ্যাশন ও বিনোদন বিষয়ক ম্যাগাজিন ‘কসমোপলিটন-এর ভারতীয় সংস্করণের ওয়েবসাইটে এমন কয়েকজন তারকার কথা বলা হয়েছে৷
কারিনা কাপুর
২০০৮ সালে অন্যতম সেক্সি নিরামিষাশী তারকা নির্বাচিত হয়েছিলেন কারিনা৷ তাই একবার মুরগীর একটি ব্র্যান্ড প্রচারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন৷
অভিষেক বচ্চন
অ্যালকোহলের প্রচার চালিয়ে সমর্থকদের দুঃখ দিতে চাননি অভিষেক৷ তাই একবার ১০ কোটি রুপির চুক্তি সই করতে রাজি হননি তিনি৷ অভিষেক বলেছিলেন, ‘‘কোনো ব্র্যান্ডের প্রচার করার আগে আমার নিজেকে ঐ ব্র্যান্ড সম্পর্কে আশ্বস্ত হতে হবে৷ আমি যেটা ব্যবহার করি না, তার প্রচার আমি করবো না৷’’
কঙ্গনা রানাউত
বেশ কয়েকবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি৷ যে তারকারা এ ধরনের বিজ্ঞাপন করেন তাদের নিয়ে তিনি লজ্জিত বলেও মন্তব্য করেছেন কঙ্গনা৷
জন আব্রাহাম
ফিটনেস সম্পর্কে সবসময় সচেতন জন৷ তাই তামাক ও অ্যালকোহল সংক্রান্ত পণ্যের বিজ্ঞাপনে আগ্রহী নন তিনি৷
অমিতাভ বচ্চন
একসময় ক্যাফেইনসমৃদ্ধ এক পানীয়ের সঙ্গে নিজের নাম জড়িয়েছিলেন অমিতাভ বচ্চন৷ সে সম্পর্কে একবার এক স্কুল শিক্ষার্থী তাকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি এমন পণ্যের প্রচার করছেন যেটাকে বিষ মনে করা হয়? এরপর থেকে ঐ পানীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অমিতাভ৷
রনবীর কাপুর
একদিন একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের শুটিং করলে নয় কোটি রুপি পেতেন রনবীর৷ কিন্তু তার মনে হয়েছে এটা বর্ণবাদের প্রচার হবে৷ তাই বিজ্ঞাপনটি করেননি তিনি৷
আনুষ্কা শর্মা
পণ্যের প্রচারে অংশ নেয়ার ব্যাপারে একবার এক অনুষ্ঠানে আনুষ্কা শর্মা বলেছিলেন, ‘‘আমি এমন কোনো পণ্যের মডেল হবো না যেটা বর্ণবাদ ও যৌনবৈষম্যের প্রচার করে৷ এমন কোনো বিজ্ঞাপন করবো না যেখানে ফর্সা ত্বকের প্রচার করা হয়৷’’