নেপালে আবার ভূমিকম্প
১৩ মে ২০১৫বুধবারের ভূমিকম্পের খবর পেয়েই সঙ্গে সঙ্গে তা শেয়ার করেছেন অনেকে৷
বিশেষ করে নেপালের যে সব মানুষ দূরে আছেন, তাঁদের মনে আত্মীয় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা দেখা যাচ্ছে৷ যেমন অর্চনা থাপা লিখেছেন,
শুধু ভূমিকম্পের মুহূর্তে নয়, তার অনেক পরেও ক্ষয়ক্ষতির আশঙ্কা সম্পর্কে সচেতন করে দিয়েছেন কির্ক প্রিচার্ড৷
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মেলিন্ডা গেটস ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার কিছু উপায় শেয়ার করেছেন৷
পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ৭০ লক্ষ ইউরো দান করার খবরটি শেয়ার করেছেন অনেকে৷
এত বড় অঙ্কের দান না হলেও কিছু অভিনব উপায়ে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান৷ এর মধ্যে বার্নেজ অ্যাকাডেমির ছাত্রদের উদ্যোগ সত্যি চোখে পড়ার মতো৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ