নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে সমঝোতা
১০ আগস্ট ২০১৮শুক্রবার নেপালের পক্ষে বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী বর্ষা মান পুন এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ এ চুক্তিতে সই করেন৷
এই সমঝোতা চুক্তির আওতায় দুই দেশ সচিব পর্যায়ের একটি যৌথ স্টিয়ারিং গ্রুপ এবং যুগ্ম সচিব পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে৷ বিদ্যুৎখাতে কীভাবে সহযোগিতা আরো বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে প্রতি বছর অন্তত একবার হলেও বৈঠকে বসবে এ কমিটি৷
নেপাল থেকেজলবিদ্যুৎ আমদানি ছাড়াও সে দেশের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলোও রয়েছে সমঝোতা স্মারকে৷
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নসরুল হামিদকে উদ্ধৃত করে জানিয়েছে, নেপালে ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে৷ এখানে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানিগুলো ভবিষ্যতে বিনিয়োগ করে সে বিদ্যুৎ দেশে নিতে পারবে৷
নেপালের হিমালয়ান টাইমস বলছে, গ্রিন ও ক্লিন এনার্জির অবাধ সরবরাহে ভারত-বাংলাদেশ-নেপাল ত্রিপাক্ষিক চুক্তির বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা চলছে৷
এডিকে/ডিজি