1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিনেদারল্যান্ডস

নেদারল্যান্ডসে দর্শকদের জন্য উন্মুক্ত শিল্পকর্মের গুদাম

১২ জানুয়ারি ২০২২

নেদারল্যান্ডসের রটারডামে সম্প্রতি বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়ামের একটি ডিপো উদ্বোধন করা হয়েছে৷ এটিই বিশ্বের প্রথম শিল্পকর্মের গুদাম যেখানে দর্শকরা যেতে পারেন৷

https://p.dw.com/p/45RN3
ছবি: Robin van Lonkhuijsen/ANP/AFP via Getty Images

গুদামে প্রায় দেড় লাখ শিল্পকর্ম রাখা আছে৷ অথচ বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়াম, যেটি এখন সংস্কারের জন্য বন্ধ আছে, সেখানে এত শিল্পকর্মের মধ্যে মাত্র ছয় থেকে আট শতাংশ প্রদর্শন করা সম্ভব হয়৷

রটারডামের মিউজিয়াম পার্কে অবস্থিত এই ডিপোর স্থপতি ভিনি মাস৷ তিনি বলেন, ‘‘একটা পার্কে কীভাবে ভবন তৈরি করা যায়? সেজন্য আপনাকে এমন একটা ভবন বানাতে হবে যেটা পার্ক ও তার পরিবেশ পছন্দ করে৷ সেটা কীভাবে করা যায়? প্রথমে আপনাকে বাঁক তৈরি করতে হবে৷ এরপর সেটাকে আয়না দিয়ে ঘিরে দিতে হবে৷''

স্থপতির ভিনি মাসের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এমন একটা ভবন তৈরি করা যেখানে দর্শকরা শিল্পকর্মের ভিড়ে হারিয়ে যাবেন না৷ তিনি বলেন, ‘‘ভবনটা সাধারণ, প্রায় যেন মানুষের মতো আচরণ করে৷ এটা এমন একটা জায়গার মতো, যেখান থেকে সবকিছুর উপর নজর দেয়া যায়৷ ফলে আপনি যেখানে যেতে চান, সহজে সেখানে যেতে পারেন৷ এখানে নতুন ধরনের আলোর ব্যবস্থা করা হয়েছে, যেন একটা খনির মতো রোমাঞ্চ অনুভব করা যায়৷ অন্ধকার থেকে আলোতে যাওয়ার মতো৷''

শিল্পকর্মের যে গুদামে ঘুরতে যাওয়া যায়

গত সাত শতকের দেড় লাখের বেশি শিল্পকর্ম সেখানে আছে৷ পাঁচটি ভিন্ন পরিবেশ সম্বলিত ঘরে সেগুলো রাখা হয়েছে৷

ইনা ক্লাসেন সব শিল্পকর্ম দেখাশোনার দায়িত্বে আছে৷ ১৭০ বছর ধরে সেগুলো সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এখানে সব শিল্পকর্মকে আমরা সমান গুরুত্ব দেই৷ যেমন ব্রুগেলের ‘টাওয়ার অফ বাবেল' আমাদের কাছে যেমন গুরুত্ব পায়, ছোট একটা ফুলদানির শিল্পকর্মও ঠিক সেরকম গুরুত্ব পায়৷''

ডিপোর দর্শকরা যে শুধু এতগুলো শিল্পকর্ম দেখার সুযোগ পান তা নয়, একটা মিউজিয়াম পরিচালনা করতে গিয়ে পেছনে যে কাজগুলো হয়ে থাকে সেগুলোও তারা দেখতে পান৷ যেমন শিল্পকর্ম সংস্কারের কাজ৷

বোইমানস ফান বয়নিঙ্গেন মিউজিয়ামের নতুন ডিপোতে নিজের মতো করে শিল্পকর্ম উপভোগ করা সম্ভব, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা৷ ভিনি মাস বলেন, ‘‘কনজার্ভেটর বা কিউরেটররা ঠিক করে দেন না, আপনি ঠিক করেন! তাছাড়া পাশাপাশি দুটি শিল্পকর্ম রেখে কোনটা কেমন লাগছে দেখতে পারেন৷ যেমনটা ইন্টারনেটে করা যায়৷ মাটিসের একটা পেইন্টিংয়ের পাশে একজন অ্যামেচারের পেইন্টিং দেখার বিষয়টা আসলে দারুন৷ নতুন কিছু আবিষ্কারের মতো৷''

ইয়েন্স ফন লার্খার/জেডএইচ