নেতানিয়াহুকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বললেন শলৎস
১২ আগস্ট ২০২৪ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে রোববার টেলিফোন আলোচনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷
শলৎস নেতানিয়াহুকে বলেন, বার্লিন ইরান, লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীর ইসরায়েলের নিরাপত্তার প্রতি হুমকির নিন্দা জানায়৷ জার্মান সরকারের মুখপাত্র ভল্ফগাং ব্যুশনার জানিয়েছেন এই তথ্য৷
জার্মান চ্যান্সেলর প্রতিশোধমূলক সহিংসতার ইতি ঘটিয়ে উত্তেজনা প্রশমনে এবং স্থিতিশীলতা ফেরাতে গঠনমূলক উদ্যোগের দিকেও মনোযোগ দিয়েছেন৷
তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে এবং ছিঁটমহলটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে সবপক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন৷
শলৎস বলেন, ‘‘গাজা যুদ্ধের সমাপ্তি সংশ্লিষ্ট অঞ্চলে অস্থিরতা কমাতে নির্ণায়ক পদক্ষেপ হতে পারে৷''
তিনি জানান, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘অনেক সামরিক লক্ষ্য' অর্জিত হয়েছে৷ ইসরায়েল জানিয়েছে, এটি হামাসের সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করে দিতে চায়৷
শলৎস আরো জানিয়েছেন, গাজা উপত্যকায় মানুষের ভোগান্তি ‘বিশাল' আকার ধারণ করেছে৷
গাজায় ব্যাপক মানবিক সংকট চলছে, কেননা, অঞ্চলটির অধিকাংশ মানুষ বাস্তচ্যুত হয়েছেন এবং সেখানে ত্রাণ সহায়তাও সীমিত পর্যায়ে রয়েছে৷ হামাসনিয়ন্ত্রিত ছিঁটমহলটির কর্তৃপক্ষের হিসেবেযুদ্ধে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)