1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

নিয়োগ দুর্নীতির ছায়া টলিউডেও

পায়েল সামন্ত কলকাতা
১১ মার্চ ২০২৩

শিক্ষায় বিপুল দুর্নীতির ছায়া এবার টলিউডের অন্দরে৷ নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তের নাম সামনে আসার পর হইচই শুরু হয়েছে৷

https://p.dw.com/p/4OXz4
দুর্নীতির টাকা টলিউডের ব্যবহার করা নিয়ে বিতর্ক নতুন নয়৷
দুর্নীতির টাকা টলিউডের ব্যবহার করা নিয়ে বিতর্ক নতুন নয়৷ছবি: Payel Samanta/DW

অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে স্কুলে নিয়োগ দেয়া হয়েছিল৷ এর মাধ্যমে বিপুল টাকা তোলা হয় বলে অভিযোগ৷ ইডি-র তদন্তে উঠে এসেছে, সেই টাকার একটা বড় অংশ তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের হাত ধরে পৌঁছে গিয়েছে টলিপাড়ার অন্দরে৷ তাতেই বাংলা ছবির নায়ক বনি সেনগুপ্ত-সহ পাঁচজন অভিনেত্রীর নাম জড়িয়েছে৷ ৩৫-৪০ লক্ষ টাকা নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা বনি স্বীকার করেছেন৷

বনি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘‘কুন্তলের কাছ থেকে যে টাকা নিয়েছি, তার নথি তদন্তকারীদের দিয়েছি৷ অর্থের বিনিময়ে কাজ করেছি৷ এটাকে আমার পারিশ্রমিক বলা চলে৷'' ইমপা বা ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন সম্পাদক পিয়া সেনগুপ্ত অভিনেতা বনি সেনগুপ্তের মা৷ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পিয়া বলেছেন, ‘‘২০১৭ সালে একটি সিনেমা তৈরির বিষয়ে কুন্তলের সঙ্গে বনির কথা হয়৷ পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা সরাসরি গাড়ি নির্মাতা কোম্পানির একাউন্টে পাঠানো হয়, যে গাড়িটি বনির কিনেছিল৷''

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন ইভেন্টের জন্য কুন্তল টাকা দিতেন৷ ইডি সূত্রে খবর, কুন্তলের ইএম বাইপাসের ফ্ল্যাটের পার্টিতে হাজির হতেন নায়ক-নায়িকা থেকে উঠতি মডেলরা৷ নিয়মিত ড্রাগ সেবনের চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় সংস্থার৷ পাশাপাশি এই যুবনেতার পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান, পুজো উদ্বোধনে হাজির থেকেছেন টলিউডের অভিনেতারা৷ কুন্তলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সিনেমা এবং মিউজিক ভিডিওয় এরা কাজ করেছেন৷

এ ব্যাপারে নতুন অভিনেতাদের সতর্ক থাকতে হবে: দেবদূত ঘোষ

ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে ইডির আধিকারিকরা সন্ধান পেয়েছেন অসংখ্য লেনদেনের, যেখানে দুর্নীতির টাকায় অভিনেতা-অভিনেত্রীদের গাড়ি বা ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে৷ নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তলের ঘনিষ্ঠ পার্লার মালকিন সোমা চক্রবর্তীর নাম উঠে এসেছে৷ টলিউড অভিনেত্রী তথা গত নির্বাচনের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় পারিশ্রমিক নিয়ে সোমার পার্লার উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন৷

কৌশানীর বক্তব্য, ‘‘শিল্পী হিসেবে অনেক অনুষ্ঠানে হাজির থাকতে হয়৷ ইভেন্ট ম্যানেজারদের সঙ্গে কথা হয়৷ কে কীরকম তা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না৷'' এর আগে তদন্তে জানা গিয়েছিল, হুগলির প্রাথমিক স্কুল শিক্ষক শাহিদ ইমাম একাধিক মিউজিক ভিডিওয় কাজ করেছেন প্রযোজক ও অভিনেতা হিসেবে৷ এক্ষেত্রে নিয়োগ দুর্নীতির টাকা ঢালা হত কি না সেই প্রশ্ন উঠে এসেছে৷

দুর্নীতির টাকা টলিউডের ব্যবহার করা নিয়ে বিতর্ক নতুন নয়৷ কিছুদিন আগেই বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব অধিকারী গরু পাচারের টাকায় সিনেমা প্রযোজনা করেছেন৷ এই মামলায় তিহাড় জেলে বন্দি এনামুল হকের কাছ থেকে দেব টাকা নিয়েছেন বলে হিরণের দাবি৷ যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়া দেব৷

চলতি বিতর্কে টলিউডের অভিনেতা বাদশা মৈত্র ডয়চে ভেলেকে বলেন, ‘‘অভিনয় জগতের মানুষদের সঙ্গে অনেক ভক্তের আবেগ জড়িয়ে থাকে৷ তাই এ ব্যাপারে অভিনেতাদের একটু সতর্ক থাকা প্রয়োজন৷ নইলে তার খারাপ প্রতিক্রিয়া হয় সমাজে৷'' আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘বনি সেনগুপ্তের নাম জড়িয়েছে সেটা জানি৷ কিন্তু শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য খবর দেখা হয়নি৷ পুরোটা জেনে বলতে পারবো৷''

বনি গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন৷ গেরুয়া শিবির ভোটে হারার পর তাদের সঙ্গে ত্যাগ করেন৷ এরপর তৃণমূলের সমাবেশে তাকে দেখা দিয়েছে৷ বনির কাজকর্মকে 'সুবিধাবাদ' বলে আখ্যা দিয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন৷ ফেসবুকে তিনি তির্যক মন্তব্যে বিঁধেছেন বনিকে৷

টলিউডে দুর্নীতির টাকা বিনিয়োগ করা হলে অভিনেতা কীভাবে বুঝবেন? গত বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী, অভিনেতা দেবদূত ঘোষ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন সিনেমায় বিনিয়োগ কর্পোরেটের নিয়ম অনুযায়ী হয়৷ যে কেউ কাঁচা টাকা নিয়ে এলেই প্রযোজনা সংস্থা তা নেবে না৷ বিনিয়োগকারীর ব্যবসা সংক্রান্ত লেনদেন দেখতে চাইবে৷ ৪০ লক্ষ টাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও অগ্রিম নেন না৷ তাই এ ব্যাপারে নতুন অভিনেতাদের সতর্ক থাকতে হবে৷''