নিহত মানবতাবাদীদের প্রতি সংহতি প্রকাশ
১৯ ফেব্রুয়ারি ২০১৬গত বছর বাংলাদেশে একাধিক মানবতাবাদী লেখক এবং ব্লগারদের হত্যার প্রেক্ষিতে দ্য হেগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আয়োজক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য৷ এতে বলা হচ্ছে, গত বছরের ভুক্তভোগী সবাইকে চাপাতি দিয়ে কোপায় একদল মানুষ৷ আর এ সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে একাধিক উগ্রপন্থি ইসলামি গ্রুপ, যারা উদার এবং মুক্তমনাদের ব্লগগুলোকে ‘ইসলামের জন্য অবমাননাকর' হিসেবে আখ্যা দিয়েছে৷
হেগে ‘‘বাংলাদেশ সংহতি বইমেলা'' মূলত ঢাকার অমর একুশে গ্রন্থমেলার একটি প্রতিচ্ছবি৷ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক আয়োজন ঢাকার এই গ্রন্থমেলা৷ সেখান থেকে ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি খুন হন লেখক অভিজিৎ রায়৷ এরপর নাস্তিক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস এবং নীলাদ্রি চট্টপাধ্যায় একইরকম হামলায় মার্চ, মে এবং আগস্ট মাসে খুন হন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ৩১ অক্টোবর ঢাকায় দুটি সেক্যুলার প্রকাশনীর উপর হামলা চালানো হয় এবং এতে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন খুন হন৷
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে এমন কয়েকজন যোগ দেবেন যারা সাম্প্রতিক সময়ে হামলার শিকার হয়ে কিংবা হত্যার হুমকির মুখে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন৷ উগ্র ইসলামপন্থিদের প্রকাশিত ‘হিট লিস্টেও' তাদের নাম রয়েছে৷ এসব হুমকি, হামলা সত্ত্বেও তারা তাদের মুখ বন্ধ রাখেননি, কেননা ইসলামপন্থিরা তাই চায়৷
‘‘বাংলাদেশ সংহতি বইমেলার'' আয়োজকরা হচ্ছে ‘দ্য হেগ পিস প্রজেক্টস, হিউম্যানিস্টিশ ভেরবন্ড, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড ইথিক্যাল ইউনিয়ন এবং মুক্তমনা'৷ দ্য হেগে অনুষ্ঠানে বাংলাদেশের ব্লগাররা ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার কর্মীরা উপস্থিত থাকবেন৷