নিশ্চিন্ত শাহরুখ, নির্বিকার টেরি আর ইয়টিং-এর মোহ
৮ ফেব্রুয়ারি ২০১০গোলমাল মিটেছে, শিবসেনা বনাম খান আর নয়
নিউ ইয়র্ক আর লন্ডনে ‘মাই নেম ইজ খান' ছবির প্রচার সেরে মুম্বই বিমানবন্দরে বিমান থেকে নেমেই সুসংবাদ পেয়ে গেলেন শাহরুখ খান৷ শিবসেনা ‘মাই নেম ইজ খান' ছবি বন্ধ করে দেবে বলে যে হুমকি দিয়েছিল, তা তুলে নিয়েছে৷ আগামী ১২ ফেব্রুয়ারি ছবি মুক্তির জন্য আর কোন অসুবিধে নেই৷ আইপিএল ক্রিকেট লিগে পাকিস্তানি খেলোয়াড়দের ঠাঁই না হওয়ার সমালোচনা করে মুখ খুলেছিলেন শাহরুখ৷ তাতেই মৌলবাদী শিবসেনা খেপে গিয়ে ফতোয়া জারি করেছিল৷
খেলায় কোন প্রভাব নেই টেরির
সতীর্থের প্রাক্তন বান্ধবীর সঙ্গে প্রেম করছেন জন টেরি৷ মিডিয়া তা নিয়ে হৈচৈ করার পর বিবাহিত টেরির জীবনের নতুন রোম্যান্সের খেসারত দিতে হয়েছে ইংল্যন্ড দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে৷ নতুন ক্যাপ্টেন হয়েছেন ফার্দিনান্দ৷ গত শুক্রবারের এই ঘটনার পর কিন্তু এই এতবড় ঝড়ের আঁচও লাগেনি টেরির খেলায়৷ রবিবার যে দলের টেরি ক্যাপ্টেন সেই চেলসি নেমেছিল আর্সেনালের বিরুদ্ধে৷ দর্শক মুগ্ধ টেরির খেলায়৷ নিন্দুকরাও স্বীকার করছে, মাঠে নামলে টেরি ব্যক্তিগত জীবনের কথা আর মনে রাখে না৷ সত্যিই তাই৷
ইয়টিং-এর মোহ আজও অম্লান
স্পেনের ভ্যালেন্সিয়াতে আট ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল ‘অ্যামেরিকা'জ কাপ' ইয়টিং প্রতিযোগিতা৷ বিশ্বের শ্লথতম এই গেমস ইয়টিং বা ইয়টে চড়ে সমুদ্রে যাত্রা নিয়ে এই প্রতিযোগিতার শুরু হয়েছিল ১৮৫১ সালে৷ প্রচুর ধনী ব্যক্তিদের বিলাস ব্যসন আর বিপুল অর্থব্যায়ও এই প্রতিযোগিতার অঙ্গই বলা যায়৷ ভ্যালেন্সিয়ায় মেডিটেরেনিয়ান সমুদ্রের উত্তুরে হাওয়ায় প্রতিযোগিতার আঁচ পোহাতে ইতিমধ্যেই বিশ্বের তাবড় ধনীরা জড়ো হয়েছেন৷ ইয়টিং-এর রঙিন দুনিয়া দেখা যাবে টিভির পর্দাতেও৷
প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা - রিয়াজুল ইসলাম