1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাসিত ব্লগারদের নিয়ে হেগে বিশেষ বইমেলা

২১ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশে উগ্রপন্থিদের হামলায় নিহত ব্লগার, অ্যাক্টিভিস্টদের স্মরণে নেদারল্যান্ডসের হেগ শহরে আয়োজন করা হচ্ছে বিশেষ এক বইমেলা৷ ‘ফ্রিডম বুক ফেয়ার ২০১৭’ শীর্ষক এই মেলার আয়োজক মুক্তমনা এবং হেগ পিস প্রজেক্ট৷ 

https://p.dw.com/p/2Xz5R
Niederlande Bangladesch Solidarität Buch Messe
ছবি: DW/A. Islam

আগামী ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি নেদারল্যাণ্ডের হেগ শহরে ‘দি হেগ ফ্রিডম বুক ফেয়ার’ শীর্ষক বইমেলা এবং আলোচনা সভাবর আয়োজন করা হচ্ছে৷ গতবছরও এই বইমেলার আয়োজন করা হলেও এবার তার পরিধি আরো বাড়ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ৷ 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তমনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা থেকে ফেরার সময়ে টিএসসি-র কাছে ইসলামি জঙ্গীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, ব্লগার অভিজিৎ রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্লগ মাধ্যম মুক্তমনা এবং নেদারল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য হেগ পিস প্রজেক্টসের যৌথ উদ্যোগে এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে৷’’ 

হেগ বইমেলায় সহযোগী সংগঠন হিসেবে রয়েছে ফ্রি প্রেস আনলিমিটেড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড ইথিকাল ইউনিয়ন, ডাচ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন, ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স, জাস্টিস অ্যান্ড পিস এবং ইভা তাজ ফাউন্ডেশন৷ 

Niederlande Bangladesch Solidarität Buch Messe
নির্বাসিত ব্লগার আসিফ মহিউদ্দিনছবি: DW/A. Islam

মুক্তমনার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগারদের উপর হামলার সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরা হয়েছে৷ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তচিন্তার পক্ষে আজীবন ক্ষুরধার লেখনী চালানোর অপরাধে অধ্যাপক হুমায়ুন আজাদকে বইমেলার ঠিক বাইরে টিএসসি-র কাছে চাপাতি দিয়ে আক্রমণ করা হয়৷ ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তমনা ব্লগার আহমেদ রাজীব শোভনকে নৃশংসভাবে তাঁর বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা৷ ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বের হওয়ার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী, লেখক বন্যা আহমেদকে আক্রমণ করে উগ্রপন্থিরা, সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে একে একে প্রাণ হারান ব্লগার ওয়াশিকুর বাবু, বিজ্ঞানলেখক অনন্ত বিজয় দাস, ব্লগার নিলয় নীল আর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন৷ আক্রান্ত হন আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও দুই ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম৷ 

বাংলাদেশে মুক্তমনা ব্লগার, লেখকদের হত্যার পাশাপাশি বিভিন্ন প্রকাশনী সংস্থার উপরও উগ্রপন্থিরা চাপ সৃষ্টি করছে বলে মনে করে ফ্রিডম বুক ফেয়ারের আয়োজক কর্তৃপক্ষ৷ এই মেলায় বাংলাদেশের পাশাপাশি আরো কয়েকটি দেশের বাকস্বাধীনতা পরিস্থিতিও তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে৷ এতে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দু’টি প্যানেল আলোচনা, নির্বাসিত কবি দাউদ হায়দারকে নিয়ে বাংলা কবিতা সন্ধ্যা, তুরস্কের পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা, সোমালিয়ান কবিতা সন্ধ্যা এবং ধর্মীয় সমাজে এলজিবিটি আন্দোলনের পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা৷ 

ইউরোপে নির্বাসিত ব্লগার, লেখকদের পাশাপাশি মুক্তমনা ব্লগের প্রধান রাফিদা আহমেদ বন্যা এবং মানবাধিকারকর্মী সুলতানা কামাল বইমেলায় বিভিন্ন প্যানেল অংশ নেবেন৷ বাংলাদেশের ধর্মীয় সমাজে এলজিবিটি আন্দোলন নিয়ে আলোচনায় থাকছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র সমকামী ম্যাগাজিন ‘রূপবান’ এর সহ-প্রতিষ্ঠাতা৷ বইমেলায় অংশ নেয়া বাংলাদেশি প্রকাশনীগুলো মধ্যে রয়েছে শুদ্ধস্বর, শ্রাবণ, অংকুর, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং আদর্শ প্রকাশনী৷ এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাও মেলায় অংশ নেবে৷ 

এআই/ডিজি (সংবাদ বিজ্ঞপ্তি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান