1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের মূল ভূমিকায় যেসব রাজনৈতিক দল

হাফসা হোসাইন২৫ ডিসেম্বর ২০০৮

প্রায় দুবছর জরুরি অবস্থায় দেশ শাসনের পর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে চলেছে বাংলাদেশ৷ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল ভূমিকায় রয়েছে প্রধান ৩টি দল এবং তাদের শীর্ষ নেতারা৷

https://p.dw.com/p/GMwU
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশছবি: picture-alliance/ dpa

আওয়ামী লীগ

বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ৷ ভারতীয় উপমহাদেশ বিভক্তির এক বছর পর ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় দলটি৷ তখন অবশ্য নাম ছিল আওয়ামী মুসলিম লীগ৷ পাকিস্তানের উর্দুভাষী পশ্চিম এবং বাংলাভাষী পূর্ব অংশের জনগণের সম অধিকারের দাবিতে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ৷ সঙ্গে থাকে প্রগতিশীল বাঙালী সমাজ৷ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ৷

Oppositionsführerin in Bangladesch in einer Pressekonferenz
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: DW

১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনা অভ্যুত্থানের সময় সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি ও যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ তবে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা৷ এক সময় আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা৷ পিতার সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তে ধীরে ধীরে পুঁজিবাদী কৌশলের দিকে ঝুঁকে পড়েন তিনি৷

১৯৯৬ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পরাজিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা৷ ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি৷ বহু বাধা বিপত্তি পেরিয়ে রাজনীতির কঠিন পথে চলেছেন তিনি৷ বেশ কয়েক বার হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন শেখ হাসিনা৷ ২০০৪ সালের আগস্টে ঢাকার পল্টনে এক জনসভায় কথিত ইসলামী জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়৷ ওই হামলায় তিনি বেঁচে গেলেও নিহত হন কমপক্ষে ২৩ জন৷

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে৷ ১১ মাস কারাবন্দী থাকার পর বিদেশে উন্নত চিকিত্সার জন্য প্যারোলে মুক্তি পান তিনি৷ ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ৬১ বছর বয়সী শেখ হাসিনা৷ তাঁর স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া৷

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং মুক্ত বাজার অর্থনীতির ভিত্তিতে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান৷ মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন অন্যতম সেক্টর প্রধান৷ ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়া সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর বিএনপি-র নেতৃত্বে আসেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া৷ ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন৷ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয় বিএনপি৷ ২০০১ সালে আবারো ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া৷

Khaleda Zia, ehemalige Premierministerin Bangladesch
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াছবি: Harun Ur Rashid Swapan

২০০৬ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছরের মেয়াদ শেষ করেন তিনি৷ ২০০৭-এর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া এবং তাঁর দুই পুত্রকে গ্রেফতার করা হয়৷ তবে এক বছর পর জামিনে মুক্তি পান ৬৩ বছর বয়সী খালেদা জিয়া৷

জাতীয় পার্টি

১৯৮৫ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন সাবেক সেনা শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ৷ এর আগে ১৯৮২ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি৷

Hossain Mohammad Ershad, Politiker, Bangladesch
জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদছবি: Harun Ur Rashid Swapan

১৯৮৬ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তাঁর আমলেই সংবিধানে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণার ধারা অন্তর্ভুক্ত হয়৷ তবে তিনি কট্টরভাবে ইসলামী আইন চালু করেন নি৷

১৯৯০ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ ক্ষমতাচ্যুত হন৷ দুর্নীতির অভিযোগে বেশ ক´বছর কারাভোগ করেছেন এরশাদ৷ এবারের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচন করছেন ৭৮ বছর বয়সী এরশাদ৷