নির্বাচনের মূল ভূমিকায় যেসব রাজনৈতিক দল
২৫ ডিসেম্বর ২০০৮আওয়ামী লীগ
বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ৷ ভারতীয় উপমহাদেশ বিভক্তির এক বছর পর ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় দলটি৷ তখন অবশ্য নাম ছিল আওয়ামী মুসলিম লীগ৷ পাকিস্তানের উর্দুভাষী পশ্চিম এবং বাংলাভাষী পূর্ব অংশের জনগণের সম অধিকারের দাবিতে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ৷ সঙ্গে থাকে প্রগতিশীল বাঙালী সমাজ৷ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ৷
১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনা অভ্যুত্থানের সময় সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি ও যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ তবে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা৷ এক সময় আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা৷ পিতার সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তে ধীরে ধীরে পুঁজিবাদী কৌশলের দিকে ঝুঁকে পড়েন তিনি৷
১৯৯৬ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পরাজিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা৷ ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি৷ বহু বাধা বিপত্তি পেরিয়ে রাজনীতির কঠিন পথে চলেছেন তিনি৷ বেশ কয়েক বার হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন শেখ হাসিনা৷ ২০০৪ সালের আগস্টে ঢাকার পল্টনে এক জনসভায় কথিত ইসলামী জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়৷ ওই হামলায় তিনি বেঁচে গেলেও নিহত হন কমপক্ষে ২৩ জন৷
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে৷ ১১ মাস কারাবন্দী থাকার পর বিদেশে উন্নত চিকিত্সার জন্য প্যারোলে মুক্তি পান তিনি৷ ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ৬১ বছর বয়সী শেখ হাসিনা৷ তাঁর স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং মুক্ত বাজার অর্থনীতির ভিত্তিতে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান৷ মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন অন্যতম সেক্টর প্রধান৷ ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়া সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর বিএনপি-র নেতৃত্বে আসেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া৷ ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন৷ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয় বিএনপি৷ ২০০১ সালে আবারো ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া৷
২০০৬ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছরের মেয়াদ শেষ করেন তিনি৷ ২০০৭-এর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া এবং তাঁর দুই পুত্রকে গ্রেফতার করা হয়৷ তবে এক বছর পর জামিনে মুক্তি পান ৬৩ বছর বয়সী খালেদা জিয়া৷
জাতীয় পার্টি
১৯৮৫ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন সাবেক সেনা শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ৷ এর আগে ১৯৮২ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি৷
১৯৮৬ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তাঁর আমলেই সংবিধানে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণার ধারা অন্তর্ভুক্ত হয়৷ তবে তিনি কট্টরভাবে ইসলামী আইন চালু করেন নি৷
১৯৯০ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ ক্ষমতাচ্যুত হন৷ দুর্নীতির অভিযোগে বেশ ক´বছর কারাভোগ করেছেন এরশাদ৷ এবারের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচন করছেন ৭৮ বছর বয়সী এরশাদ৷