1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতারা ব্যস্ত মন জয়ে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ আগস্ট ২০১৩

এ রকম ঈদ পাঁচ বছরে একবারই আসে৷ নির্বাচনের আগের ঈদ৷ তাই এই ঈদকে উপলক্ষ্য করে জনপ্রিয়তায় শান দিতে বিশেষ কারণ ছাড়া প্রায় সব এমপি-মন্ত্রী যাঁর যাঁর এলাকায়৷ আর যাঁরা সামনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, তাঁরাও পিছিয়ে নেই৷

https://p.dw.com/p/19MXp
epa03365830 Muslim devotees attend the Eid al-Fitr prayer at the National Mosque in Dhaka, Bangladesh, 20 August 2012. Millions of Muslims are celebrating their biggest religious festival Eid al-Fitr which marks the end of the holy month Ramadan. EPA/ABIR ABDULLAH Schlagworte Glaube, BELIEF (FAITH), Glaube
ছবি: picture-alliance/dpa

ঢাকার আওয়ামী লীগ দলীয় একজন এমপি পুরো রমজান জুড়েই ইফতার পার্টি, গণসংযোগে ব্যস্ত ছিলেন৷ ঈদের ১০ দিন আগেই তাঁর এলাকায় ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন দফায় দফায়৷ তালিকা তৈরি করেন৷ এরপর সবার হাতে তুলে দেন চাহিদামত নগদ টাকা, শাড়ি-লুঙ্গি বিতরণের জন্য৷ আকর্ণ হেসে একজন কর্মী ওমর ফারুক ডয়চে ভেলেকে জানালেন, নেতার ডাক পেয়ে গিয়েছেন৷ সবাইকে বিলি-বণ্টন করার পরও তাঁর ১০ হাজার টাকা থেকেছে৷ বললেন, এই ঈদের মধ্য দিয়েই নির্বাচনী কাজ শুরু হয়ে গেল৷ ঈদের ভোজও তাই সবার জন্য উন্মুক্ত৷

ফজলে হুদা বাবুল৷ ঢাকার তরুণ ব্যবসায়ী৷ এবার তিনি নওগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী৷ আগেও এলাকায় কাজ করেছেন৷ কিন্তু এবার ঈদকে বেছে নিয়েছেন তাঁর জনপ্রিয়তা অর্জনের মোক্ষম সময় হিসেবে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ঈদের আগেই এলাকায় গিয়েছেন৷ তাঁর কর্মী-সমর্থকদের মাধ্যমে সাধ্যমত গরিব মানুষকে সহায়তা করছেন৷ তিনি ঈদে সবার আনন্দ দেখতে চান৷ এলাকার তরুণ সমাজ , দলের কর্মী, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে নজর দিচ্ছেন তিনি৷ তিনি বলেন, ঈদে তাঁর বাজেট ১৫ লাখ টাকা৷ ২০ হাজার ঈদকার্ড বিতরণ করেছেন, ব্যানার, পোস্টার লাগিয়েছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে৷ শাড়ি, লুঙ্গি এবং নগদ সহায়তা তো আছেই৷ তাঁর এসব কাজ তিনি ফেসবুকেও আপলোড করছেন৷

Bangladeshi vendors display for sale traditional food items for breaking fast on the first day of holy Ramadan at Chalk Bazar market in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 2, 2011. Muslims across the world are observing the holy fasting month of Ramadan, where they refrain from eating, drinking and smoking from dawn to dusk. (Foto:Pavel Rahman/AP/dapd)
ছবি: dapd

কুড়িগ্রামে নির্বাচনী আসন চারটি৷ এর দুটি আওয়ামী লীগের এবং দুটি জাতীয় পার্টির৷ কিন্তু এবার বিএনপি এই এলাকায় ভাগ বসাতে চায়৷ কুড়িগামের সাংবাদিক আতাউর রহমান বিপ্লব ডয়চে ভেলেকে জানান, তাই এবার ঈদে বিএনপি সাংগঠনিকভাবেই তত্‍পর৷ ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের সব নেতাদের নিয়ে ঈদের আগেই জেলার নেতারা কয়েক দফা বৈঠক করেছেন৷ তাঁরা কোনোভাবেই ঈদের এই সুযোগ হারাতে চান না৷ তাই তাঁরা ঈদে জনসংযোগের পাশাপাশি নেতা-কর্মীদের সংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন৷ তাঁদের নানা ভাবে সহায়তা করেছেন৷ যারা প্রার্থী হতে চান, তাঁদের বাজেট আলাদা৷ পাশাপাশি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এমপিরাও তত্‍পর আছেন৷ তাঁরা ঈদের আগেই এলাকায় গেছেন৷ সবাইকে নিয়ে ঈদ করছেন৷

এই চিত্র এখন দেশের ৩০০টি নির্বাচনী এলাকার৷ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ জানান, ঈদের এই রেশ ধরেই নির্বাচন এসে যাবে৷ ঈদের পর তারা প্রচার প্রচারণায় রীতিমতো ঝাঁপিয়ে পড়বেন৷

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এমপি ডয়চে ভেলেকে জানান, তাঁদের নেতা-কর্মী এবং এমপিরা যাঁর যাঁর এলাকায় সাধারণ মানুষকে নিয়ে ঈদ করছেন৷ তাঁরা আন্দোলনের বার্তা যেমন পৌঁছে দিচ্ছেন৷ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন৷ তিনি নিজেও তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীতে অবস্থান করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য