1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট গ্রহণ শেষ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ জানুয়ারি ২০১৪

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে৷ নির্বাচনি সহিংসতায় এই পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ হামলা এবং আগুন ধরিয়ে দেয়ায় নির্বাচন কমিশন ১৩৯টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে৷

https://p.dw.com/p/1AlPn
ঢাকার একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটারছবি: AFP/Getty Images

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোট এই নির্বাচন বর্জন করেছে৷

রবিবার সকালে নির্বাচন শুরুর আগে থেকেই শুরু হয় সহিংসতা৷ নির্বাচন বিরোধীরা ভোটকেন্দ্রে হামলা চালায়৷ আর তা প্রতিহতে সহিংসতা আরো বিস্তৃত হয়৷ এই সহিংসতায় রংপুরে দুই জামায়াত কর্মী, ঠাকুরগাঁয়ে সহকারী প্রিজাইডিং অফিসার, নীলফামারিতে এক শিবির কর্মী সহ দুইজন, দিনাজপুরে এক বিএনপি কর্মী ও লালমনিরহাটে এক যুবদল কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

Bangladesch Parlamentswahlen
পোলিং বুথ খুঁজে পেতে সাহায্যপ্রার্থী এক ভোটারছবি: AFP/Getty Images

ভোটের আগের দিন থেকে ভোট গ্রহণের দিন রবিবার পর্যন্ত ১০০ ভোটকেন্দ্রে হামলা হয়েছে৷ এছাড়া ভোটকেন্দ্র হওয়ায় পুড়িয়ে দেয়া হয়েছে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান৷ সেসব প্রতিষ্ঠানের নতুন বইও পুড়ে গেছে৷ এছাড়া রংপুরের পীরগাছাসহ কয়েকটি এলাকায় নির্বাচনি কর্মকর্তাদের ভোটকেন্দ্রে যেতে নির্বাচন বিরোধীরা বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ বগুড়ায় কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর পর নির্বাচন বিরোধীরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্র দখল করেছে বলে খবর পাওয়া গেছে৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের কাণ্ড

পাবনার সাথিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসসুল হক টুকুর ছেলে আশিক আলম সামস এবং টুকুর ব্যক্তিগত সহকারী আনিসুজ্জামানের নেতৃত্বে ৪টি কেন্দ্রের ভোট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে৷

Bangladesch Parlamentswahlen
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছেছবি: AFP/Getty Images

সকাল ১১টায়ও শুরু করা যায়নি

গাইবান্ধায় শতাধিক কেন্দ্রে সকাল ১১টায়ও ভোটগ্রহণ শুরু করা যায়নি৷ সহিংসতার কারণে ব্যালট পেপার না পৌঁছানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আর কারচুপির অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের ২ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন৷

ঢাকায় উপস্থিতি খুবই কম

এদিকে ঢাকায় ভোটার উপস্থিতি খুবই কম৷ ঢাকা-৭ আসনের একটি কেন্দ্রে পুলিশের সামনেই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কয়েকজন৷ এরপর থেকে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়৷ সহিংসতা বন্ধে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে৷

এদিকে নির্বাচন কমিশন সহিংসতা এবং ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়ার কারণে ১৩৯টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে৷

Bangladesch Wahlen 04. Januar 2014
নির্বাচনি সহিংসতায় পুড়েছে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানছবি: Reuters

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷ প্রধান বিরোধী দল বিএনপিসহ ২৫টি দল এই নির্বাচন বর্জনের পর তা প্রতিহত করতে একইসঙ্গে হরতাল ও অবরোধ পালন করছে৷

সকাল ৮টায় নির্বাচন শুরু হলেও ঢাকা ও ঢাকার বাইরে যে ৫৯ জেলায় নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কম বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ৫ জেলায় কোনো নির্বাচন হচ্ছে না৷

রোববারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ তাই নির্বাচন হচ্ছে বাকি ১৪৭ আসনে৷ এতে মোট ভোটার ৪,৩৯,৩৭,৯৩৭ জন৷ প্রার্থী ৩৯০ জন৷ অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ভোটারের ৫২ ভাগের ভোট দেয়ার সুযোগ নেই৷ এমনকি এই কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও ভোট দিতে পারছেন না৷

২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ছিলেন ৫৮৫ জন৷ আর এবার ভারত ও ভুটান থেকে দু'জন করে মোট ৪ জন পর্যবেক্ষক এসেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য