1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন, দাবি ছেলের

৯ আগস্ট ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানালেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷

https://p.dw.com/p/4jHSW
ডিডাব্লিউকে সাক্ষাৎকার দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশে নির্বাচনের সিদ্ধান্ত হলে শেখ হাসিনা ঢাকা ফি্রবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: DW

টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, ‘‘শেখ হাসিনা এখন ভারতে আছেন৷ যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, শেখ হাসিনা দেশে ফিরবেন৷'' তবে শেখ হাসিনা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা জয় জানাননি৷ তিনি বলেন, ‘‘গত নির্বাচনে জিতে শেখ হাসিনা শেষবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি থেকে অবসর নিতেন৷'' 

সাক্ষাৎকারে জয় জানান, ‘‘আমার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই৷ আমি যুক্তরাষ্ট্রে থাকি৷ তবে গত কয়েক দিনে বাংলাদেশ দেখেছে, নেতৃত্বের অভাব থাকলে কী হয়৷ দলের জন্য আমায় সক্রিয় এবং সম্মুখভাগেই থাকতে হবে৷''

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে ফোন কলে জয় বলেন, ‘দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন, তা আমি করব।’ জয় আরও জানান, '(এই লক্ষ্য অর্জনে) প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয়, তাতেও পিছপা হব না।'

জয় আরও বলেন, ‘আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি।’

ডয়চে ভেলের আরাফাতুল ইসলামকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘‘আওয়ামী লীগকে ছাড়া বা খোলাখুলিভাবে বললে, আওয়ামী লীগ ও বিএনপি-কে ছাড়া বাংলাদেশে গণতন্ত্র হতে পারে না৷ এই দুইটি দলই বাংলাদেশে সবচেয়ে বড় দল৷''

শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে চলে এলেন প্রশ্ন করা হলে জয় বলেছেন, ‘‘তিনি বিক্ষোভকারীদের উপর শক্তিপ্রয়োগ করতে চাননি৷ তিনি সেনা ও পুলিশকে বলেছিলেন, প্রাণঘাতী শক্তি প্রয়োগ না করতে৷ যখন বিক্ষোভকারীরা মার্চ করে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে আসতে থাকেন, তখন তিনি ফোন করে আমাকে বলেন, আমি আমার হাত ছাত্রদের রক্তে রাঙা দেখতে চাই না৷ তারা যখন গণভবনের কাছে চলে আসে, তখন আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করি৷''

ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে ঠিক মানুষ কিনা জানতে চাওয়া হলে সজীব বলেন, ‘‘আমার এই বিষয়ে কোনো মতামত নেই৷ তিনি কী করেন, সেটা দেখতে হবে৷''

জিএইচ/জেডএইচ (রয়টার্স, ডিডাব্লিউ)