‘নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলোচনা করে’
১০ অক্টোবর ২০১১খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকার নয়াপল্টন থেকে সিলেট অভিমুখে বিএনপিসহ চার দলের রোডমার্চ শুরু হয় সকাল ১১টার দিকে৷ খালেদা জিয়া ৩ হাজারেরও বেশি গাড়ির এক বহরের নেতৃত্ব দিচ্ছন এই রোডমার্চে৷ তিনি নারয়াণগঞ্জের তারাবোতে প্রথম পথ সভায় বক্তৃতা দেন৷ সেখানে বলেন, এই সরকারের অধীনে দেশের মানুষ ভাই নেই৷ তাই সবাইকে আন্দেলানে সামিল করতে তিনি রোডমার্চ শুরু করছেন বলে জানান খালেদা জিয়া৷
তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবেনা৷ আর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে৷
এদিকে রোডমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, রোডমার্চসহ আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে বাধ্য করা হবে৷
অন্যদিকে ঢাকায় আওয়ামী লীগ নেতা সুঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী দলকে তাদের দাবি-দাওয়া সংসদে গিয়ে তুলে ধরতে হবে৷ সংসদ বর্জনের নামে সংসদকে জিম্মি করে বিরোধী দলের দাবি আদায়ের কৌশল ঠিক নয়৷
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সিলেট যাওয়ার পথে থালেদা জিয়া অন্তত ৭টি পথসভায় বক্তৃতা দেবেন৷ রাত ১০ টা নাগাদ রোডমার্চ নিয়ে তাঁর সিলেট পৌঁছানোর সম্ভাবনা রয়েছে৷ কাল অপরাহ্নে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তৃতা করবেন তিনি৷ এরপর ১৮ই অক্টোবর ঢাকা থেকে রাজশাহী এবং তারপর চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি'র নেতৃত্বে চারদল৷ আর ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবে তারা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ