‘সব দলের অংশগ্রহণ জরুরি’
২২ আগস্ট ২০১৩‘‘গ্রামীণ ব্যাংক যারা ধ্বংস করতে চায় সেই ধরণের নেতাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যায় না৷'' – বুধবারের এই মন্তব্যের রেশ শেষ না হতেই ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকার নিয়েও খোলাখুলি মন্তব্য করলেন৷ তিনি গ্রামীণ ব্যাংক ভবনের ইউনূস সেন্টারে আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তাঁর অবস্থান স্পষ্ট করেন৷ তিনি বলেন, ‘‘দেশে অশান্তি দূর করতে নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই৷'' তিনি আরো বলেন, ‘‘কোনো দল বা কারও ইচ্ছার কারণে যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না৷'' ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার আসার আহ্বান জানান৷ আহ্বান জানান সমস্যা সমাধানের৷ নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে বলে মন্তব্য করেন তিনি৷
ড. মুহাম্মদ ইউনূসের এই অবস্থানকে জন প্রত্যাশার কাছে তাঁর নৈতিক অবস্থান বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের উদ্বেগ-আকাঙ্খাকে গুরুত্ব দেবেন, এটাই স্বাভাবিক৷ আর দেশের একজন নাগরিক হিসেবেও তাঁর নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে৷ এই অবস্থান হয়ত কোনো রাজনৈতিক দলের অবস্থানের বিপরীত৷ কিন্তু সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না৷ ড. কলিমুল্লাহ মনে করেন, ড. ইউনূস তাঁর নৈতিক জায়গা থেকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারে পক্ষে অবস্থান নিয়েছেন৷ মুক্ত চিন্তার মানুষের অবস্থান যে কারুর পক্ষে বা বিপক্ষে যেতেই পারে৷ তাই বলে তাঁরা স্বাধীন মত প্রকাশে বিরত থাকেন না৷ ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে সঠিক কাজই করেছেন বলে মনে করেন তিনি৷
ড. ইউনূসের এই অবস্থান রাজনৈতিক না হলেও সাধারণ মানুষের ওপর তো এর প্রতিক্রিয়া আছে? এমন প্রশ্নের জবাবে ড. কলিমুল্লাহ বলেন, প্রতিক্রিয়া থাকাই স্বাভাবিক৷ তিনি দেশের শান্তি বজায় রাখার স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন৷ সাধারণ মানুষ নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন৷ তাঁরা তাঁর অবস্থানকে যৌক্তিক মনে করলে, সেটাই চাইবেন৷ মনে রাখতে হবে দেশটা সবার৷ আর দেশের কল্যাণে চিন্তা করা এবং মতামত দেয়া অধিকার সবারই আছে৷ এটা নিয়ে কোনো রাজনৈতিক দল কি ভাবল – তা বিবেচনার তেমন প্রয়োজন নেই৷