1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলো তুরস্কের সেই রিসোর্ট

২৩ জানুয়ারি ২০২৫

আগুন থেকে বেঁচে আসা মানুষেরা জানান, সেই ভবনে ফায়ার অ্যালার্ম, জরুরি পরিস্থিতিতে বাইরে যাবার বিশেষ দরজা বা অন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না৷

https://p.dw.com/p/4pWGX
তুরস্কে আগুনে পুড়ে যাওয়া হোটেল
হোটেলের কিছু অতিথি বিছানার চাদর দড়ি হিসেবে ব্যবহার করে জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেছিলেনছবি: Murad Sezer /REUTERS

সেই অগ্নিকাণ্ডে নিহতদের শেষকৃত্যের কাজ শুরু হলেও অনেককে শনাক্ত করা যায়নি এখনো৷ গোটা তুরস্ক এখনো সেই অগ্নিকাণ্ডে ৭৬জনের মৃত্যুতে শোক পালন করছে৷ ঘটনাটি ঘটে দেশটির উত্তরাঞ্চলের একটি বিলাসবহুল স্কি-রিসোর্ট৷

কারতালকায়া রিসোর্টের পাহাড়ি অঞ্চলে ১২ তলার গ্র্যান্ড কারতাল হোটেলে ঘটে ঘটনাটি৷ স্থানীয় সময় ভোর সাড়ে তিনটের সময় যখন আগুন লাগে, তখন সেই রিসোর্টে ছিলেন ২৩৮ জন অতিথি৷ আগুনে ৭৬ জন মারা গেছেন, ৫১ জন আহত হয়েছেন৷

বুধবার পর্যন্ত ২০জন নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান নিহতদের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেন৷ সেখানে তাকে চোখের জল মুছতে দেখা যায়৷

প্রশ্নের মুখে নিরাপত্তা, বিচার

এই অগ্নিকাণ্ডে যে অতিথিরা বেঁচে ফিরেছেন, তাদের অনেকেই তুর্কি সংবাদমাধ্যমকে বলেছেন, সেই রিসোর্টে নিরাপত্তার ব্যবস্থা তেমন ছিল না৷ তারা বলেন, সেখানে কোনো ফায়ার অ্যালার্ম ছিল না, কোনো বিশেষ প্রস্থান পথ বা নিরাপদ সুড়ঙ্গ কিছুই ছিল না৷ এছাড়া অগ্নি নির্বাপণ সামগ্রীও ছিল না সেই রিসোর্টে৷ দমকল কর্মীরাও অনেকটাই দেরিতে এসে পৌঁছান বলে তাদের অভিযোগ৷

বিছানার চাদরকে পাকিয়ে জানালা দিয়ে পালাতে চেষ্টা করেন কয়েকজন অতিথি৷

নিহতদের পরিবার-পরিজনেরা যখন চির বিদায় জানাচ্ছেন তাদের প্রিয়জনদের, দেশের সাধারণ মানুষের মনে দানা বাঁধছে কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ৷ দায়িত্বহীনতা ও নিরাপত্তামূলক ব্যবস্থার ঘাটতি দেখে ক্ষুব্ধ তারা৷

তুরস্কের বিরোধী দল সিএইচপি পার্টির নেতা ওজগুর ওজেল ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘‘২০২৫ সালে এসে এত মৃত্যুর জন্য কোনো অজুহাতই থাকতে পারে না৷''

মঙ্গলবার দেশটির পর্যটন মন্ত্রী নুরি এরসয় জানান, গত বছর এই রিসোর্টটি সকল নিরাপত্তার পরীক্ষা পাস করে, এবং সেখানে দু'টি ফায়ার এসকেপ বা অগ্নিকাণ্ডের জন্য বিশেষ প্রস্থান পথ ছিল৷ তিনি বলেন, ‘‘দমকল বিভাগের তরফে ফায়ার সেফটির বিষয়ে কোনো খামতির কথা জানানো হয়নি৷''

বার্তা সংস্থা এএফপি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে আছেন হোটেলের মালিক, ম্যানেজার, পরিচালক ও প্রধান ইলেকট্রিশিয়ান৷

রিসোর্টটি তুরস্কের সবচেয়ে দামী স্কি-রিসোর্টগুলোর একটি৷

এসএস/এসিবি (এএফপি, ডিপিএ)