আইনপ্রণেতাদের ট্রাম্পের সতর্কতা
২৪ মার্চ ২০১৭ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক আইনপ্রণেতা নতুন নীতির পক্ষে ভোট নাও দিতে পারেন, এই আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত করা হয়৷ তবে ট্রাম্প শুক্রবারই এই ভোট আয়োজনের দাবি জানিয়েছেন৷ এবং নিজ দলের কংগ্রেসম্যানদের নতুন নীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন৷ এর ব্যত্যয় হলে বারাক ওবামার স্বাস্থ্যনীতিই বলবৎ থেকে যাবে বলে সতর্ক করে দেন ট্রাম্প৷
বৃহস্পতিবার ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাঠান৷ তাঁরা কংগ্রেসম্যানদের ট্রাম্পের ইচ্ছার কথা জানান৷
ঐ বৈঠকের পর হাউজ স্পিকার পল রায়ান সাংবাদিকদের বলেন, ‘‘মার্কিন জনগণকে আমরা অনেকদিন ধরে ওবামাকেয়ার বাতিল করে নতুন নীতি চালুর কথা বলছি৷ আগামীকাল (শুক্রবার) আমরা উদ্যোগ নেব৷'' তবে এবার বিল পাসের পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়া গেছে কিনা – এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর দেননি তিনি৷
এদিকে সিএনবিসি জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷
উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম উল্লেখযোগ্য অঙ্গীকার ছিল ‘ওবামাকেয়ার' নামে পরিচিত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' বাতিল করে নতুন নীতি প্রণয়ন করা৷ তবে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রিপাবলিকান নেতারা নতুন নীতি পাসের জন্য যে বিলের খসড়া তৈরি করেছেন তার পক্ষে নেই অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান৷ একদল মনে করছেন, বিলের খসড়ায় ওবামাকেয়ার বাতিল করার মতো যথেষ্ট কিছু নেই৷ আরেকদল রিপাবলিকান আইনপ্রণেতা মনে করছেন, নতুন বিল পাস হলে তাদের আসনের ভোটাররা ক্ষতিগ্রস্ত হতে পারেন৷
এই বিপক্ষ কংগ্রেসম্যানদের পক্ষে আনতে গত এক সপ্তাহে ট্রাম্প তাদের হোয়াইট হাউসে ডেকে এনে কথা বলেছেন৷
এদিকে, ওবামাকেয়ার-এর সমর্থকরা বৃহস্পতিবার দেশটির কয়েকটি স্থানে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ বৃহস্পতিবার ছিল ওবামাকেয়ার স্বাক্ষরিত হওয়ার সপ্তম বার্ষিকী৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)