নিখোঁজ বিমান তল্লাশিতে চীন
২১ মার্চ ২০১৪প্রত্যন্ত জায়গায় তল্লাশি
শুক্রবার ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে যে এলাকাটায় বস্তু দুটির ছবি দেখা গেছে সেটি বেশ প্রত্যন্ত৷ সেখানে যেতে অনুসন্ধানকারী জাহাজের চার ঘণ্টা লাগে এবং ফিরতে লাগে চার ঘণ্টা, ফলে খোঁজার জন্য তারা সময় পাচ্ছেন মাত্র দুই থেকে তিন ঘণ্টা৷ এদিকে চীনেররাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনা নৌ-বাহিনীর তিনটি জাহাজও ঐ এলাকার দিকে রওনা দিয়েছে৷ এদের মধ্যে একটি বরফ ভাঙার জাহাজ স্নো ড্রাগন৷
এএমএস-এর তৎপরতা
অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি বা এএমএসএ-এর কর্মকর্তা জন ইয়াং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালটা যে আশা নিয়ে শুরু হয়েছিল, শুক্রবারের বেশিরভাগ সময় ফলশূন্যই রয়ে গেছে৷ তবে এটি একটি বিশাল এলাকা এবং সেখানে তল্লাশি চালাতে আরো সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি৷
আবহাওয়া অনুকূল
অস্ট্রেলীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ঐ এলাকার আবহাওয়া ক্রমে অনুকূলে চলে আসছে৷ এটি বিমানটি অনুসন্ধানে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে৷ সামান্য কিছু মেঘ রয়েছে আকাশে৷ বিমানগুলো তল্লাশির সময় তাদের রাডারে কিছুই ধরা পড়েনি বলে জানিয়েছেন ইয়াং৷ তিনি জানান শুক্রবার রাতে আবহাওয়া কেমন থাকে তার উপর নির্ভর করে শনিবারের অভিযানে তল্লাশির এলাকা পরিবর্তন করা হবে৷ এএমএস জানিয়েছে, অন্য একটি বাণিজ্যিক জাহাজ এবং একটি অস্ট্রেলিয়ান নৌযান এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে৷
এএমএসএ কর্মকর্তারা অবশ্য উপগ্রহ থেকে আরো নতুন ছবি পাওয়া যায় কিনা তাও লক্ষ্য রাখছেন৷ কেননা নতুন ছবি পাওয়া গেলে তাদের তল্লাশিতে আরো সুবিধা হতে পারে৷
পাপুয়া নিউগিনিতে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেছেন, ভারত মহাসাগরে ভাসমান বস্তু দুটি আসলেই কি তা জানতে তারা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন৷ এমনও হতে পারে কোনো জাহাজ থেকে পড়ে যাওয়া একটা কন্টেইনারও হতে পারে এটি৷
ব্ল্যাক বক্সের সন্ধানে
বিজ্ঞানীরা বলছেন, নিখোঁজ বিমানটির কি হয়েছে তা জানতে হলে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা প্রয়োজন৷ তাই সেটার অনুসন্ধান করছেন তারা৷ এটা ভীষণ কঠিন কাজ, কেননা প্রচণ্ড স্রোতের কারণে বক্সটি কোথায় গিয়ে পড়বে তা ঠিক বলা যায় না বলে জানিয়েছেন ম্যাসাচুসেটস-এর উডস হোল ওশেনগ্রাফিক ইনস্টিটিউশন ইন ফলমাউথ-এর বিশেষ প্রকল্প পরিচালক ডেভিড গ্যালো৷
এদিকে বেইজিং এ শুক্রবার বিমানের আরোহীদের স্বজনরা মালয়েশীয় ও চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন৷ সেখানে তাঁরা বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতি দুই ঘণ্টায় অভিযানের আপডেট জানানোর কথা থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানাচ্ছে না৷ তারা অভিযোগ করেন কর্তৃপক্ষ বিমানটি তল্লাশিতে গালিফতির পরিচয় দিয়েছে৷ বিমানটিতে চীনের ১৫৩ জন নাগরিক ছিলেন৷ বৃহস্পতিবার রাতে মালয়েশীয় প্রতিনিধিদের একটি দল বেইজিং পৌঁছায়৷
বিমানটি নিখোঁজ হওয়ার ১৩ দিন পর শুক্রবার স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়েছে, যা ফ্লাইট এমএইচ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি বা এএমএসএ-এর কর্মকর্তা জন ইয়াং জানান, ‘‘বড় বস্তুটির দৈর্ঘ্য অন্তত ২৪ মিটার৷ শুক্রবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চারটি বিমান পার্থের দুই হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিমানটির অনুসন্ধান চালিয়েছে৷
২৩৯ জন যাত্রী নিয়ে ৮ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)