1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিঃসরণ কমাতে ওবামার আকস্মিক ঘোষণা

১২ নভেম্বর ২০১৪

পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ বুধবার বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এ বিষয়ে ঘোষণা দেন৷

https://p.dw.com/p/1DlkM
Barack Obama und Xi Jinping Pressekonferenz in Peking 12.11.2014
ছবি: Reuters

অ্যাপেক সম্মেলন উপলক্ষে চীন সফরের শেষ দিনে আকস্মিকভাবেই কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে ঘোষণা দিয়েছেন বারাক ওবামা৷ এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা ২৬ থেকে ২৮ শতাংশ কমাবে৷ শি চিনপিং চীনের হয়ে সরাসরি তেমন কোনো ঘোষণা দেননি৷ তিনি জানিয়েছেন, ২০৩০ সাল বা তার আগেই চীন কার্বন নিঃসরণ যতটা সম্ভব কমাবে৷ তাঁর দেশ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অন্ততঃ ২০ ভাগ বাড়াবে বলেও জানিয়েছেন তিনি৷

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সময়ে এমন ঘোষণা কিছুটা অপ্রত্যাশিতই৷ প্যারিস সম্মেলনের আগেই ওবামা জলবায়ু পরিবর্তন রোধে তাঁর দেশের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বলবেন এতটা কেউ আশা করেনি৷ ঘোষণা দিয়েই থেমে থাকেননি ওবামা৷ চীন এবং যুক্তরাষ্ট্রের এমন একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোকে ‘স্মরণীয়' হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আমি খুব গর্ব নিয়ে ঘোষণা করছি যে, আজ আমরা ঐতিহাসিক এক অঙ্গীকার করেছি৷''

কিন্তু ঘোষণা দিলেও সে অনুযায়ী কাজ করা ওবামার জন্য সহজ হবেনা৷ বিরোধীদের দিক থেকে প্রবল বাধা আসতে পারে৷ এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়াও গেছে৷ যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল ওবামার কঠোর সমালোচনা করে বুধবার বলেছেন, ‘‘একদম অবাস্তব পরিকল্পনা৷ প্রেসিডেন্ট এমন একটি পরিকল্পনা আমাদের ওপর চাপিয়ে দিয়ে যাবেন৷'' মিচ ম্যাককনেল মনে করেন, ওবামার ঘোষণা অনুযায়ী কার্বন নিঃসরণ কমাতে গেলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব আরো বাড়বে৷

যুক্তরাষ্ট্রের কয়লা শিল্পে গত কয়েক বছর ধরেই কর্মী ছাটাই চলছে৷ নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে গিয়ে কয়লা শিল্পের ক্ষতি করা হবে- এ বিষয়টি যুক্তরাষ্ট্রের অনেকেই এখনো মানতে নারাজ৷ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল মনে করেন, ওবামার স্থির করা লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আরো বেকারত্ব বাড়ানোর ঝুঁকিও নিতেই হবে৷

এসিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য