নারীর চোখে বিশ্বকাপ
বিশ্বকাপ যেন নারী-পুরুষ ভেদাভেদ ভুলিয়ে পরিণত করে একই গোত্রে৷ তারা একই আবেগে একই সময়ে হাসেন, কিংবা একইভাবে কাঁদেন৷ লৈঙ্গিক সমতা বিধান হয় কিছু সময়ের জন্য৷ ছবিঘরে দেখে আসা যাক নারী সমর্থকদের কিছু মুহূর্ত৷
ডেনমার্কের সুখী চেহারা
পেরুর সাথে এক গোলে জেতার পর কোপেনহেগেনে টিভি সেটের সামনে বসে খেলা দেখা উচ্ছ্বসিত এক ড্যানিশ নারী দর্শক৷
ক্রোয়েশিয়ার দুর্দান্ত দিন ও নারী
নিজনি নভোগরদ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে তিন গোলে হারানোর পর জাতীয় পতাকার আদলে তৈরি হ্যাটে এক উচ্ছ্বসিত নারী দর্শক৷
পেরুর জাতীয় পোশাকে
বিশ্বকাপের উদ্বোধনী দিনে পেরুর জাতীয় পোশাকে একজন নারী দর্শক৷ বিশ্বকাপ নিয়ে এসেছে মুক্তি ও উৎসবের আমেজ৷
পর্তুগিজ নারী
পর্তুগালের দুই নারী মুখে ভালোবাসার চিহ্নের আদলে নিজ দেশের পতাকা এঁকেছেন৷ মরক্কোর সাথে খেলা শুরুর ঠিক আগে এই ছবিটি তোলা হয়েছে লুঝনিকি স্টেডিয়াম থেকে৷
ইরানি নারী
তেহরানের আজাদি স্টেডিয়ামের বড় পর্দায় বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ইরানের ম্যাচ দেখতে এসেছেন অবরুদ্ধ থাকা ইরানি নারীরা ৷ বিশ্বকাপ যেন তাদের মুক্তির উপলক্ষ্য!
মাথায় চুমু
মাথাটাকে বিশ্বকাপের আদলে ডিজাইন করেছেন এই রাশিয়ার সমর্থক৷ সৌদি আরবকে উদ্বোধনী ম্যাচে ৫ গোল দেয়ার পর সেই মাথাতেই চুমু খাচ্ছেন এই রাশান নারী৷
পরাজয়ের স্বাদ
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ বার্লিনে বড় পর্দায় নিজ দলের হার দেখার পর বিষণ্ণ হয়ে পড়েন এই নারী দর্শক৷