নারীদের জন্য উত্থান পতনের বছর ২০১১
২ জানুয়ারি ২০১২২০১১ সালের কোন্ ঘটনাগুলো আপনাকে নাড়া দিয়েছে? এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম জানান,‘‘২০১১ সালে ইতিবাচক অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে৷ প্রথমেই বলতে হবে এ বছর ক্রিকেটে প্রমিলা ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে৷ আয়ারল্যান্ড এবং অ্যামেরিকার মত দেশ থেকে আসা দলগুলোকে হারিয়েছে৷ ২০০৩/৪ সালেও মেয়েদের খেলাধুলাকে খুবই নেতিবাচকভাবে দেখা হত৷ সমালোচনা করা হত খোলাখুলি৷ তবে যে সাফল্য তারা দেখিয়েছে, পতাকা হাতে নিয়ে বলিষ্ঠভাবে মেয়েরা যেভাবে এগিয়ে গেছে সেটা স্বাধীনতার ৪০ বছরের অত্যন্ত ইতিবাচক একটা দিক চিহ্নিত করে৷''
কোন ঘটনাগুলো নেতিবাচক বলে মনে হয়েছে? আয়েশা খানম জানান, ‘‘নারীদের ওপর সহিংসতার মাত্রা বেড়েছে৷ মেয়েদের ওপর নিষ্ঠুর আচরণ কমেনি৷ বাংলাদেশ অনেক এগিয়ে গেছে৷ দেশে আইন কানুনের অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু তারপরেও কেন এধরণের নিষ্ঠুর আচরণ মেয়েদের ওপর করা হচ্ছে তা আমি বুঝতে পারি না৷ তবে সামাজিক বেশ কিছু অগ্রগতি হয়েছে৷ সেক্ষেত্রে আমাদের গর্ব করার মতও অনেক কিছু আছে৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক