1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্দভ ‘রাগিনি'

২০ জুলাই ২০১৭

এক মহিলা বেহালা বাজাচ্ছেন ফাঁকা মাঠে৷ তাঁর বেহালাবাদন শুনে একটি গাধার গলা থেকে যে এরকম গিটকিরি বেরোবে, কে ভাবতে পেরেছিল! স্বভাবতই গাধা ওস্তাদের গাধামির ভিডিওটা ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/2gqTb
Esel
ছবি: Colourbox

মাত্র ২২ সেকেন্ডের ক্লিপ, যেন একটি টিজার৷ পারলে আজই পুরো পার্ফর্মেন্সটা ডাউনলোড করে ফেলি...

সা-রে-গা-মা-পা-ধা-নি – তার মাত্র গা আর ধা, এই দু'টি স্বর নিয়ে যদি কোনো রাগ সৃষ্টি হয়, তবে তার নাম কী হবে বলুন তো? ধরুন তীব্র গান্ধার আর কোমল ধৈবত, এই দু'টো মিলিয়ে? পারলেন না তো? পারবেন কী করে? ও প্রশ্নের উত্তর দিতে বড় বড় ওস্তাদ ফেল মেরে যাবেন, যদি না তাঁদের এই ভিডিওটা দেখা থাকে৷

আমাদের ওস্তাদ গাধার তান শুনে মনে হলো, এ তো রাগ নয়, এ যে অনুরাগ – মানে ‘‘আমি রাগিনি; বেহালা শুনে গর্দভীর কথা মনে পড়েছে, তাই গান গাইছি৷''

কাজেই এটাকে গর্দভ রাগিণী বলা চলবে না, গর্দভ ‘রাগিনি' বলতে হবে, ওপরে যেমন লেখা রয়েছে৷ বানান ভুল ভেবেছিলেন তো? আমাকে গর্দভ পেয়েছেন?

ভাবছিলাম, গাধার গান শোনা কতটা ভাগ্যের৷ ব্যাঘ্রগর্জন, হাতির বৃংহন, অশ্বের হ্রেষা, এ সব যদি আপনার শোনাও থাকে – গাধার ডাকের পোশাকি বাংলা নাম কী বলুন তো? দেখবেন, গাধা বেচারা নিজেও জানে না৷

কিন্তু তার যে সুরবোধ – নাকি অসুরবোধ? – আছে, সে যে গান গাইতে জানে, সেটা তো সে প্রমাণই করে দিল৷ ওস্তাদ গর্দভ পণ্ডিত খুর ঠুকে বললেন: ‘‘আরে সুরে তো সবাই গাইতে পারে, একটু রেয়াজ করলেই হলো৷ কিন্তু গাধা হয়ে না জন্মালে এমন গা-টু-ধা বেসুরে গাওয়ার ক্ষমতা ক'জনের থাকে, বলুন দেখি?''

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য