নারী দিবসে পাকিস্তানে মেয়েদের প্রতিবাদ
কট্টরপন্থিদের উপেক্ষা করে আন্তর্জাতিক নারী দিবসে পাকিস্তানের বিভিন্ন শহরে পথে নেমে মিছিল করলেন নারীরা। নাচলেন। প্রতিবাদ করলেন পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে।
সমানাধিকারের দাবিতে
আন্তর্জাতিক নারী দিবসে ইসলামাবাদ, লাহোর, করাচিতে পথে নেমেছিলেন নারীরা। তারা মিছিল করলেন। পুরুষদের সমান অধিকার দাবি করলেন।
মুখে মাস্ক, দূরত্বও
আয়োজকরা আগে থেকে বলে দিয়েছিলেন, করোনা বিধি মেনে মিছিল হবে। তাই হলো। মুখে মাস্ক পরে, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে মিছিল করেছেন নারীরা।
পোস্টারে প্রতিবাদী সুর
নারীদের এই মিছিলে অনেকের হাতেই ধরা ছিল পোস্টার। তাতে নানা ধরনের স্লোগান। পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে, সমানাধিকারের দাবিতে।
নাচের ছন্দে
ইসলামাবাদের ছবি। নারী দিবসের মিছিলে মেয়েরা নাচছেন। প্রতিবাদের এও এক ভাষা।
কট্টরপন্থিদের বিরোধ
২০২০ সালের নারী দিবসে মেয়েদের মিছিল আক্রান্ত হয়েছিল। মিছিলে পাথর ছোড়া হয়, লাঠি দিয়ে মারা হয়। অভিযোগ, কট্টরপন্থিরা এই আক্রমণ করে। এবারও কট্টরপন্থিরা নারীদের মিছিলের বিরোধিতা করছিলেন। উপরের ছবিতে ২০২০ সালে ইসলামাবাদের মিছিলে নারী পুলিশ।
বিরোধ উপেক্ষা করে
কট্টরপন্থিদের বিরোধ উপেক্ষা করে পথে নেমেছিলেন নারীরা। সঙ্গী ছিলেন কিছু পুরুষও।